ASANSOL

পশ্চিমবঙ্গ পুলিশের ১০ অ্যাডিশনাল এসপি মর্যাদার আধিকারিকের এসপি মর্যাদায় পদোন্নতি, এডিপিসিতে ধ্রুব দাস ডিসি (হেড কোয়ার্টার) হলেন

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ্চিমবঙ্গ পুলিশের ১০ অ্যাডিশনাল এসপি মর্যাদার আইপিএস আধিকারিক এসপি মর্যাদায় পদোন্নতি পেয়েছেন। তাদের মধ্যে ৩ জন ডিসি, ১ জন এসপি(ডব্লিউবিএইচআরসি), ৫ জন সিও এবং ১ জন সিনিয়র স্টাফ অফিসার ( হোমগার্ড) হয়েছেন। পাশাপাশি তাদের নতুন জায়গায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ধ্রুব দাস ডিসি ( হেড কোয়ার্টার) হয়েছেন। তিনি এতদিন অ্যাডিশনাল এসপি (রুরাল) পূর্ব বর্ধমান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিশ্ব চাঁদ ঠাকুর সিও, এসএস এফ ( ব্যারাকপুর) হয়েছেন।
অ্যাডিশনাল এসপি (জোনাল), বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এর দায়িত্বে ছিলেন।
হাওড়া পুলিশ কমিশনারেটে সুবিমল পাল ডিসি ( হেড কোয়ার্টার) হয়েছেন। তিনি এতদিন অ্যাডিশনাল এসপি মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ব্যরাকপুর পুলিশ কমিশনারেটে শ্যামল সামন্ত ডিসি ( হেড কোয়ার্টার) হয়েছেন। তিনি এতদিন অ্যাডিশনাল এসপি (হেডকোয়ার্টার) বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তৌসিফ আলী আজহার সিও (এসআইআরবি) হয়েছেন। তিনি এতদিন অ্যাডিশনাল ডিসি (এসবি) বিধাননগর পুলিশ কমিশনারেটে হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ওয়াংডেন ভুটিয়া সিও, দ্বিতীয় আই আর ব্যটিলিয়ান ( শিলিগুড়ি) হয়েছেন। তিনি
অ্যাডিশনাল এসপি (রুরাল), জলপাইগুড়ির এর দায়িত্বে ছিলেন।

তন্ময় সরকার – ২ হয়েছেন সিও, স্যাপ ( ১২ ব্যটিলিয়ন) হয়েছেন। তিনি
অ্যাডিশনাল এসপি রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট এর দায়িত্বে ছিলেন।
গণেশ বিশ্বাস হয়েছেন সিও, স্যাপ ( ১৩ ব্যটিলিয়ন) হয়েছেন। তিনি
অ্যাডিশনাল এসপি (অপারেশনস) বাঁকুড়া এর দায়িত্বে ছিলেন।

পিনাকী রঞ্জন দাস হয়েছেন এসপি, ডব্লিউবিএইচআরসি। তিনি অ্যাডিশনাল ডিসি ট্রাফিক চন্দন নগর পুলিশ কমিশনারেটের এর দায়িত্বে ছিলেন।
এদিকে পাপিয়া সুলতানা হয়েছেন সিনিয়র স্টাফ অফিসার, হোম গার্ড অর্গানাইজেশনস্ । তিনি এতদিন অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট এর দায়িত্বে ছিলেন।

দেখুন তালিকা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *