বার্ণপুর ইস্কো কারখানার ঘটনা, গরম ধাতু ছিটকে দগ্ধ তিন কর্মী
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্ণপুরের সেল আইএসপি বা ইস্কো স্টিল প্ল্যান্টের সিসিপি অপারেশনে ল্যাডলস লোড করার সময় ঘটলো দূর্ঘটনা। বুধবার দুপুরে ঘটা সেই দূর্ঘটনায় গরম ধাতু বা হট মেটাল ছিটকে ছড়িয়ে পড়ায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। তাতে একজন কারখানার এক্সিকিউটিভ পদমর্যাদার এক আধিকারিক সহ তিনজন কর্মী দগ্ধ হন। গুরুতর দগ্ধ হওয়ার কারণে তারমধ্যে একজন কর্মীকে বার্নপুর ইস্কো হাসপাতাল থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা হলেও আশঙ্কাজনক বলে ঐ হাসপাতাল সূত্রে জানা গেছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে ইস্কো কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।
আইএসপি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটে নাগাদ আইএসপির সিসিপিতে (অপারেশন) থাকা কাস্টার ৩ এ ল্যাডল লোড করা হচ্ছিল। সেই সময় ল্যাডালে বুদবুদ উঠতে শুরু করে ও গরম ধাতু বা হট মেটাল ছড়িয়ে পড়তে শুরু করে। যা দেখে সেই সময় পাশের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা কর্মরত কর্মীরা ভয় পেয়ে যান। বড় দুর্ঘটনার সম্ভাবনা দেখে কর্মী সুকান্ত চট্টোপাধ্যায় নিজেকে বাঁচাতে ঝাঁপ দেন। যে কারণে তার পা ভেঙে যায়। কিন্তু সেখানে থাকা কর্মী সাগর কুমার, ঠিকাদার কর্মী প্রদীপ কুমার ধীবর ও এক্সিকিউটিভ সঞ্জয় হাবিলদারের গায়ে গরম ধাতু ছিটকে পড়ে। তাতে তারা দগ্ধ হন। দূর্ঘটনার খবর পেয়ে আধিকারিকরা ছুটে আসেন। সেখানে থাকা সহকর্মীদের সহায়তায় দগ্ধ তিনজনকে প্রথমে প্ল্যান্টে থাকা ওএইচএসে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে বার্নপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আইএসপির কর্মী সহ ইউনিয়নগুলির প্রতিনিধিরা বার্নপুর হাসপাতালে পৌঁছান।
এই দুর্ঘটনায় গুরুতর দগ্ধ সাগর কুমারকে সেখানে চিকিৎসার পরে আরো ভালো চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়।
এই ঘটনার পরে কর্মী ও ইউনিয়নগুলির তরফে বলা হয়েছে, আইএসপিতে গরম ধাতু ছিটকে পড়ে কর্মীদের দগ্ধ হওয়ার ঘটনা প্রথম নয় । এর আগেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনা নিয়ে, পরে কারখানা কতৃপক্ষের পক্ষ থেকে, আইএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার বলেন, গরম ধাতু বা হট মেটাল ছিটকে পড়ার কারণে তিন কর্মী সামান্য দগ্ধ হয়েছেন। এই ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।