ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

পরিত্যক্ত কয়লা খাদানের জল থেকে নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* তিনদিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হলো পরিত্যক্ত কয়লা খাদানের জল থেকে । বুধবার সকালের এই ঘটনায় আসানসোলের বারাবনি থানার কাশি ডাঙ্গা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম সুবেশ কিসকু (২৮)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।


জানা গেছে , বারাবনির বাসিন্দা সুবেশ কিসকু গত ৫ নভেম্বর রবিবার বিকেল পাঁচটা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকেরা জানতো না যে, সে কোথায় গেছে। পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় তার খোঁজ করেও, তাকে পায়নি। পরে গোটা ঘটনার কথা জানিয়ে যুবকের পরিবারের তরফে বারাবনি থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। পুলিশও তার খোঁজ পায়নি।


বুধবার সকালের দিকে কাশি ডাঙ্গার বেশ কয়েকজন বাসিন্দা এলাকার একটি পরিত্যক্ত কয়লা খাদানের ভেতর থেকে পচা গন্ধ পান। পরে তারা সেই খাদানের জলে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ এলাকায় আসে। ডাকা হয় পশ্চিম বর্ধমান জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজির বিশেষ উদ্ধারকারী দল। এরপর বেশ কিছুক্ষুনের চেষ্টায় উদ্ধারকারী দল কয়লা খাদানের ভেতরে জল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে। সেখানে আসেন নিখোঁজ থাকা সুবেশ কিসকুর পরিবারের সদস্যরা। তারা সেই দেহ সুবেশের বলে সনাক্ত করেন।


এই ঘটনা প্রসঙ্গে বারাবনি থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের পরে মনে হচ্ছে কোন কারণে কয়লা খাদানের ভেতরে জলে ডুবে ঐ যুবকের মৃত্যু হয়েছে। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হয়েছে। তার রিপোর্ট গত ৫ নভেম্বর বিকেল থেকে এই যুবক নিখোঁজ ছিলো। সেই কারণে পরিবারের তরফে আগেই একটা মিসিং ডায়েরি করা হয়েছিলো। মৃতদেহ উদ্ধারের পরে নতুন করে কোন অভিযোগ পরিবারের তরফে করা হয় নি। এই ঘটনা নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *