আসানসোল পুরনিগমের উদ্যোগ জন্মদিবসে মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা পন্ডিত জওহরলাল নেহেরুকে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের উদ্যোগে মঙ্গলবার যথাযথ মর্যাদার সঙ্গে পন্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। এদিন সকালে এই উপলক্ষে আসানসোলের জিটি রোডের ট্রাফিক কলোনিতে জওহরলাল নেহেরুর মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো আসানসোল পুরনিগমের তরফে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1699965904152-300x135.jpg)
সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জওহরলাল নেহেরুর মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ওস বীরেণ অধিকারী সহ অন্যান্যরা।
প্রসঙ্গতঃ, এই দিনটি একইসঙ্গে শিশু দিবস হিসেবেও পালন করা হয়।
এদিনটি আসানসোল পুরনিগমের পাশাপাশি অন্যান্য সংগঠন ও সংস্থা শ্রদ্ধার এই পালন করে।