RANIGANJ-JAMURIA

সবুজায়নের বার্তা নিয়ে ভারত ভ্রমণে টেনডেম

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী , রানীগঞ্জ : ইচ্ছেটা ডানাই ভর করে সবুজায়নের বার্তা নিয়ে ভারত ভ্রমণে টেনডেম “এক ধরনের বাইসাইকেল” যা দুজনে একযোগে চালাতে পারে তাকেই বলা হয়। সেই টেনডেম সাইকেল নিয়ে, পাড়ি দিয়েছেন এক দম্পতি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ার প্রদীপ বিশ্বাস ও সঙ্গীতা বিশ্বাস, দীর্ঘ সময়ের চাকরি জীবন ছেড়ে, পথ শেষ না করার খেলায় মেতেছে এই জুটি। আগামী ২০ শে নভেম্বর তারা চতুর্থ দফায় এই সাইকেল নিয়ে সফরে বেরিয়েছেন মধ্য ও উত্তর ভারত এলাকায় সবুজায়নের বার্তা দিকে দিকে ছড়িয়ে দেওয়ায় তাদের মূল লক্ষ্য।

মূলত তারা বিভিন্ন স্কুল, কলেজ ও ক্লাব সংগঠনে স্লাইডিংস এর মাধ্যমে, চালাচ্ছে তাদের এই প্রচার অভিযান বার্তা দিচ্ছেন সবুজ আয়নের ও উষ্ণায়নের প্রভাব রুখতে বৃক্ষের প্রয়োজনীয়তার বিষয় গুলি, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ায় জন্য বিশেষ প্রচার। উল্লেখ্য ইতিমধ্যেই এই দম্পতি প্রথম দফায় উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরালা তে সিঙ্গেল সাইকেল নিয়েই চালায় তাদের প্রচার অভিযান। পরবর্তীতে টেনডেম নিজের উদ্যোগে তৈরি করে, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়া এলাকায় প্রচার। পরে সমগ্র দক্ষিণবঙ্গ ভ্রমণের মাধ্যমে তৃতীয় দফায় প্রচার পর্বও সেরেছেন।

বর্তমানে তাদের গন্তব্য হলো মধ্য ও উত্তর ভারতের সমগ্র এলাকা জুড়ে, সবুজায়নের লক্ষ্যে প্রচার। প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ রয়েছে এই সাইকেল যাত্রায়, যা তারা ছয় থেকে সাত মাসের মধ্যে অতিক্রম করে নিজেদের সফর সম্পন্ন করবেন বলেই জানান এই বিশ্বাস দম্পতি। তাদের এই সফর অভিযানের মাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় তারা রানীগঞ্জে সাইকেলিস্ট সোনার নন্দির বাড়িতেই রাত্রিযাপন করেছেন। এরপরই খনি শহর রানীগঞ্জ থেকে শুরু করলেন তাদের সবুজায়নের এই বিশেষ সফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *