RANIGANJ-JAMURIA

চলন্ত ট্রাকে আগুন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : বিদ্যুৎ তার শর্ট সার্কিট এর জেরে আগুন চলন্ত গাড়িতে ।পুড়ে ছাই গাড়ির মধ্যে থাকা উপস্থিত বুদ্ধিতে কোনরকম রক্ষা চালকের ।স্থানীয়রা জানাই ডেকোরেটরের জিনিস বোঝায় এই ছোট্ট লরি জামুরিয়া বাইপাস হয়ে শিবপুর বনেহাটি দিকে যাচ্ছিল,জামুরিয়া বাজার থানা মোড় এর কাছে বিদ্যুতের তারের সঙ্গে গাড়ির ভেতরে থাকা আসবাবপত্রে জড়িয়ে পড়ে,বিদ্যুৎ তারে সংস্পর্শে এসে গাড়িটিতে আগুন লেগে যায় ।

রাত্রের সময় এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা,পরে সত সত স্থানীয় বাসিন্দারা দোকান বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা চালায় “খবর পেয়ে ঘটনা স্থলে জামুড়িয়া থানার পুলিশ আসে, খবর দেওয়া হয় দমকল পরিষেবা কে , যতক্ষনে দমকল আসে ততক্ষনে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে ,যদিও কতটা ক্ষতি হয়েছে তা জানা যাই নি !

Leave a Reply