কালিপাহাড়ি ইয়ার্ডের ইয়ার্ড রিমডেলিং, মহিশীলা- কালিপাহাড়ির ডাবল লাইন কাজের অগ্রগতি পরিদর্শনে ডিআরএম
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম চেতনা নন্দ সিং শুক্রবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল- কালিপাহাড়ি-মহিশীলা সেকশনের কালিপাহাড়ি স্টেশন পরিদর্শন করেন। শ্রী সিং এদিন মহিশীলা- কালিপাহাড়ির মধ্যে ডাবলিং বা ডাবল লাইন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এই প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার জন্য দায়িত্বে থাকা রেল আধিকারিকদের নির্দেশ দেন তিনি । শ্রী সিং এদিন একইসঙ্গে কালিপাহাড়ি ইয়ার্ডের ইয়ার্ড রিমডেলিং কাজও পরিদর্শন করেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/12/IMG-20231201-WA0066.jpg)
ডিআরএম এদিন আসানসোল কালিপাহাড়ি সেকশনের রেললাইন বা ট্র্যাক রক্ষণাবেক্ষণ, সিগনাল সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গুলি পরীক্ষা করার জন্য আসানসোল – কালিপাহাড়ি সেকশনের দু পাশের উইন্ডো ট্রেইলিং পরিদর্শন করেন।
শ্রী সিং এদিন মহিশিলা সেকশনে দক্ষিণ পূর্ব রেলের অন-ডিউটি সুপারভাইজারদের সাথেও কথা বলে এই লাইনে ট্রেন চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা গুলি জানার চেষ্টা করেন।
এদিনের এই পরিদর্শনে রেলের ঐ সেকশনের আধিকারিকদের পাশাপাশি সিনিয়র সুপারভাইজাররা ডিআরএমের সাথে ছিলেন।