আসানসোলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল যাত্রী বোঝাই মিনিবাস, জখম ৩
বেঙ্গল মিরর, বার্ণপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের মাঝে ডিভাইডারে উঠে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল যাত্রী বোঝাই একটি মিনিবাস। এই ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুর রোডের কোর্ট মোড়ের ঘটনা। ঘটনার পরে আসানসোলের হিরাপুর থানার ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে আসে। আহত তিনজনকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে এক মহিলা ও শিশু রয়েছেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/12/img_20231216_1219203680153503581986600-500x368.jpg)
প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার সকালে রিভারসাইড ভায়া বার্ণপুর আসানসোল রুটের একটি যাত্রী বোঝাই মিনিবাস বার্ণপুর থেকে আসানসোলের দিকে আসছিলো। সেই সময় ঐ মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বার্ণপুর রোডের কোর্ট মোড়ের কাছে ডিভাইডারে উঠে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। এই ঘটনায় বাসে থাকা তিনজন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলেই হিরাপুর থানার ট্রাফিক গার্ড পুলিশ পৌঁচ্ছে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, ঠিক কি কারণে ঐ মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলো তা তদন্ত করে দেখা হচ্ছে। মালিককে ডেকে পাঠানো হয়েছে। আহতদেরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।