অন্ডালে তুলসী পুজন দিবস পালনের অনুষ্ঠান
বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে ” তুলসী পুজন দিবস ” পালন করা হয়। এদিন এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্ডাল স্টেশন কলোনি এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক অরিজিৎ রায় সহ বিজেপির নেতা ও কর্মীরা। এই অনুষ্ঠানে ৫০০ জন মহিলার হাতে তুলসী গাছের চারা ও শাড়ি দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে।














অনুষ্ঠানে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আজকের দিনটা হিন্দুদের কাছে খুবই পবিত্র। তুলসী গাছ সবার দরকার। তিনি আরো বলেন, যেমন রবিবারই কলকাতার বিগ্রেডে লক্ষ কন্ঠে গীতা পাঠ হলো। গীতা পাঠও খুব দরকার।
- চারচাকা থেকে নগদ ১৯ লক্ষ ১৬ হাজার টাকা উদ্ধার
- Cash Recovery : नाका चेकिंग में पुलिस की बड़ी कार्रवाई, दो अलग-अलग जगहों से नकद और संदिग्ध सामान बरामद
- पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस की 78 सदस्यीय नई जिला समिति घोषित, सभी नेताओं को खुश रखने की कोशिश
- SAIL ISP ठेका कर्मी की सिर कटी लाश मिलने से सनसनी, परिवार को मुआवजा व नौकरी का आश्वासन
- সেল আইএসপিতে কর্মরত ঠিকা কর্মীর মাথা কাটা দেহ উদ্ধার, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি


