অন্ডালে তুলসী পুজন দিবস পালনের অনুষ্ঠান
বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে ” তুলসী পুজন দিবস ” পালন করা হয়। এদিন এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্ডাল স্টেশন কলোনি এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক অরিজিৎ রায় সহ বিজেপির নেতা ও কর্মীরা। এই অনুষ্ঠানে ৫০০ জন মহিলার হাতে তুলসী গাছের চারা ও শাড়ি দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে।




অনুষ্ঠানে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আজকের দিনটা হিন্দুদের কাছে খুবই পবিত্র। তুলসী গাছ সবার দরকার। তিনি আরো বলেন, যেমন রবিবারই কলকাতার বিগ্রেডে লক্ষ কন্ঠে গীতা পাঠ হলো। গীতা পাঠও খুব দরকার।
- Rotary Club ऑफ आसनसोल ग्रेटर ने डॉक्टर्स डे पर किया पौधारोपण
- ওভারলোড গাড়ি চলছে দিনরাত, মৃত্যুফাঁন্দ হয়ে উঠেছে রাস্তা, বিক্ষোভ
- SAIL ISP में युवा कांग्रेस का “हल्ला बोल”, टीएमसी का तंज
- কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে
- अवकाश प्राप्त ईसीएल कर्मी सम्मानित, घर में भी भव्य स्वागत