অন্ডালে তুলসী পুজন দিবস পালনের অনুষ্ঠান
বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে ” তুলসী পুজন দিবস ” পালন করা হয়। এদিন এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্ডাল স্টেশন কলোনি এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক অরিজিৎ রায় সহ বিজেপির নেতা ও কর্মীরা। এই অনুষ্ঠানে ৫০০ জন মহিলার হাতে তুলসী গাছের চারা ও শাড়ি দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে।
অনুষ্ঠানে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আজকের দিনটা হিন্দুদের কাছে খুবই পবিত্র। তুলসী গাছ সবার দরকার। তিনি আরো বলেন, যেমন রবিবারই কলকাতার বিগ্রেডে লক্ষ কন্ঠে গীতা পাঠ হলো। গীতা পাঠও খুব দরকার।
- HLG अस्पताल में रोटरी के सहयोग से 42 लोगों को दिया गया श्रवण यंत्र
- Durgapur कार में लाखों का गांजा, 4 गिरफ्तार
- দূর্গাপুরে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ৭৫ কেজি গাঁজা, গ্রেফতার মুর্শিদাবাদের তিন যুবক সহ চারজন
- SAIL ISP का वेंडर मीट, 35000 करोड़ के निवेश से मिलेंगे अपार अवसर
- রোটারি ক্লাব অফ আসানসোলের সহযোগিতা ও এইচএলজি হাসপাতালের উদ্যোগ, দুঃস্থ পরিবারের ৪২ জনকে দেওয়া হলো শ্রবণ যন্ত্র