বড়দিনের আনন্দে বিভোর গোটা শিল্পাঞ্চল, সেজে উঠেছে গীর্জা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Christmas in Asansol ) বড়দিন গোটা বিশ্বের বলতে গেলে প্রায় সব দেশের সঙ্গে ভারতেও ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন সাড়ম্বর ও ধুমধামের সঙ্গে পালন করা হয়। বাংলার অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চলে তার ব্যতিক্রম ঘটেনা। বিগত বছরগুলোর মতোই এবার দুদিন আগে থেকেই সেজে উঠেছে শহর তথা শিল্পাঞ্চলের সব গীর্জা। শুরু হয়েছে প্রার্থনা সভাও। আসানসোলের জিটি রোড লাগোয়া হটন রোড মোড় সংলগ্ন গীর্জা, সিটি বাসস্ট্যান্ডের বিপরীতের গীর্জা থেকে চেলিডাঙ্গা এলাকার গীর্জাকে রংবেরঙের আলো ও কাগজের মালায় সাজানো হয়েছে। রাস্তায় লাগানো হয়েছে লাইট। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সঙ্গে রয়েছে দেদার খাওয়াদাওয়ার ব্যবস্থা। শুধুমাত্র খ্রীষ্ট্রান ধর্মের মানুষেরা অন্য সম্প্রদায়ের মানুষজনেরাও এই আনন্দে সামিল হন।



একইসঙ্গে এই বড়দিনকে সামনে রেখে বাজারে বাজারে বিক্রি হচ্ছে হরেক রকমের কেকও।
অন্যদিকে, বলতে গেলে এই বড়দিন থেকেই শুরু হয় পিকনিকের মরশুম। আসানসোলের অদূরে মাইথন, বার্ণপুরে নেহেরু বা ল্যামিয়ার পার্ক থেকে দামোদর ও অজয় নদীর ধারে সোমবার ভোরবেলা থেকে মানুষের ঢল নেমেছে। আসানসোলের সেন্ট্রাম মলকে আকর্ষক ভাবে সাজানো হয়েছে।
- Durgapur Rape Case : सनसनीखेज मोड़, दो आरोपियों का मजिस्ट्रेट के सामने गोपनीय बयान दर्ज
- Asansol : अराजक तत्वों ने दुकान में लगाई आग
- Asansol : TMC का मिलन उत्सव, 500 साड़ी वितरण
- কালিপুজোয় বোলপুরের আদিবাসী গ্রামে সোদপুরের বন্দোপাধ্যায় দম্পতি, হলো খাওয়াদাওয়া, সঙ্গে উপহার ও নেলপলিশ পরার প্রতিযোগিতা
- Asansol – Burnpur Kalipuja Pandal श्रद्धालुओं को आकर्षित कर रहे