BARABANI-SALANPUR-CHITTARANJAN

পথ দুর্ঘটনায় মৃত্যু চিত্তরঞ্জন রেল কর্মীর

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পথ দুর্ঘটনায় মৃত্যু চিত্তরঞ্জন রেল কর্মীর।শুক্রবার রাত নটা নাগাদ হিন্দুস্তান কেবলস রোডে ছ’নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথদুর্ঘটনায় মৃত্যু হয় অমল নন্দী (৫৮) নামক এক রেল কর্মীর।মৃত ব্যক্তির বাড়ি রূপনারায়ণপুর সবজি বাজার সংলগ্ন বিনায়ক প্লাজা আবাসনে।
স্থানীয় সূত্রে জানা যায় চিত্তরঞ্জন রেল কারখানায় মেশিনপত্র নিয়ে আসার জন্য ব্যবহৃত বিশাল ট্রেলারের ধাক্কাতেই তার মৃত্যু হয়েছে। আবার কেউ কেউ বলছেন দুটি ট্রেলারের রেষারেষির কারণে এই অঘটন ঘটেছে।

তবে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় অমল নন্দী রাস্তার পাশে পড়ে ছিলেন।স্থানীয় মানুষজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।মৃতদেহটি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।তবে পুলিশ মৃত্যু ব্যক্তির মোটর সাইকেলটি ফাঁড়িতে নিয়ে আসে।এবং জানা যায় বাইপাস উঠার আগেই একটি ট্রেলার গাড়ি চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ আটক করেছে।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *