যুদ্ধের বিরুদ্ধে আসানসোলে ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের প্রতিবাদ সভা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে আজ সামিল পৃথিবীর সব গণতান্ত্রিক মানুষ। ইউক্রেন – রাশিয়া যুদ্ধ ও প্যালেস্তাইনে ইজরায়েলের আগ্রাসন ও ধ্বংসলীলার বিরুদ্ধে ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের ডাকে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে রবিবার এক যুদ্ধ বিরোধী প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন সমাজকর্মী স্বপন পাড়িয়া, বাবুয়া চৌধুরী, পার্থ রায় ও সুমন কল্যাণ মৌলিক। সংগীত পরিবেশন করেন শান্তনু ব্রহ্মচারী।সভা পরিচালনা করেন সুদীপ্তা পাল।
উপস্থিত সব বক্তারা সাম্রাজ্যবাদীদের যুদ্ধ ও কেন্দ্রের মোদি সরকারের ইজরায়েলের সমর্থন নীতির বিরুদ্ধে মেহনতি মানুষদের জোট বাঁধার আহ্বান জানান।














- আসানসোলে বিজেপি নেতার উদ্যোগে রক্তদান শিবির ও দলীয় কার্যালয়ের উদ্বোধন
- আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ” আসানসোল প্রাইড রান ২০২৬ “
- দুর্গাপুরে ইভটিজিং অভিযোগ ঘিরে মুখোমুখি তৃণমূল ও বিজেপি, ফাঁড়িতে স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা
- ACCI का बुलू चटर्जी की याद में Asansol Pride Run 2026, अर्पिता – प्रतीक सर्वश्रेष्ठ
- বার্নপুরে ব্যবসায়ীকে শুটআউট, ধৃত তিন






