কুলটিতে ফ্লাইওভার তৈরী হবে, পরিদর্শনে ডেপুটি মেয়র ও রেলওয়ে কতৃর্পক্ষ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দীর্ঘদিনের কুলটি এলাকার জনগণের দাবি ছিল কুলটি স্টেশন লাগোয়া একটা ফ্লাই ওভার ব্রীজ তৈরী করার উপলোকসভা নির্বাচনের পর সাংসদ শত্রুঘ্ন সিনহা কুলটি পরিদর্শনে এলে এলাকাবাসীরা ফ্লাই ওভার ব্রীজ তৈরী করার আবেদন করেন তিনি কেন্দ্রীয় রেল মন্ত্রীর সাথে কথা বলে এই ফ্লাই ওভার ব্রীজ তৈরী করার অনুমতি আদায় করেন। বৃহস্পতিবার সকালে আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের নিয়ে এলাকা পরিদর্শনে যান সেখানে রেলওয়ে কতৃর্পক্ষর প্রতিনিধিদের সাথে ফ্লাই ওভার ব্রীজ তৈরী করার ব্যাপারে আলোচনা হয়।
ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান আসানসোলের সাংসদ কেন্দ্রে রেল কতৃর্পক্ষর সাথে কথা বলে দীর্ঘদিনের ফ্লাই ওভার ব্রীজ করার অনুমতি পাবার পর রেলওয়ে কতৃর্পক্ষর ইঞ্জিনিয়ার এবং আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়াররা মিলে কীভাবে ব্রীজ তৈরী করা হবে সেই ব্যাপারে আলোচনা করার পর তিনটা প্রস্তাবের মধ্যে একটা নকশা মঞ্জুর করা হয়েছে যেই নকশা অনুযায়ী ফ্লাই ওভার ব্রীজ বানালে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে তাই সেই নকশা মঞ্জুর করা হয়েছে এবং আশাকরা যায় আগামী ছয়মাসের মধ্যে ফ্লাই ওভার ব্রীজের কাজ শুরু হবে