ASANSOL

আসানসোল বাজার এলাকার পার্কিং ব্যবস্থা খতিয়ে দেখতে ইঞ্জিনিয়ারদের নিয়ে পরিদর্শনে মেয়র

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল শহরের জিটি রোডের বাজার এলাকার পার্কিং জোন বা গাড়ির রাখার ব্যবস্থা খোলনলচে বদলে ফেলতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে আসানসোল পুরনিগম। ইতিমধ্যেই তার প্রক্রিয়ার শুরু হয়েছে।
বর্তমানে আসানসোল বাজার এলাকার পার্কিং ব্যবস্থা ঠিক কোন জায়গায় আছে, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শন করেন মেয়র বিধান উপাধ্যায়। তার সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, পুর ইঞ্জিনিয়ার আরকে শ্রীবাস্তব সহ অন্যান্যরা। বলতে গেলে গোটা পরিদর্শন করার পাশাপাশি মেয়র ও ডেপুটি মেয়র পুর ইঞ্জিনিয়ারদের নিয়ে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেন।


পরে মেয়র ও ডেপুটি মেয়র বলেন, আসানসোল পুরনিগম মোড় সংলগ্ন এলাকার পাশাপাশি গোটা বাজার এলাকার পার্কিং জোন বা গাড়ি রাখার ব্যবস্থা খোলনলচে বদলে ফেলা হবে। তারজন্য টেন্ডার করা হবে। তার প্রক্রিয়া শুরু হয়েছে। ফাইলে সই করার কাজ চলছে। তা শেষ হলেই, নোটিশ করা হবে।
মেয়র বলেন, এই মুহুর্তে বাজার এলাকার পার্কিং ব্যবস্থা ঠিক নেই। কিছু কিছু জায়গায় একেবারে ভালো নয়। সব দেখা হয়েছে। এবার পেপার ব্লক ( নতুন ব্যবস্থা) দিয়ে পার্কিং জোন তৈরী করা হবে। মাটি বলে কিছু থাকবে না।


ডেপুটি মেয়র বলেন, শহরের জিটি রোডের বস্তিন বাজার মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি পার্কিং প্লাজা তৈরি করা হচ্ছে। তার সামনে একটা অনেক পুরনো ট্যাক্সি স্ট্যান্ড আছে। এই পার্কিং প্লাজার জন্য সেই স্ট্যান্ড সরাতে হবে। কিন্তু কেউ যাতে কাজ না হারায় বা কর্মহীন হয়ে না পড়ে তারজন্য ঐ স্ট্যান্ডকে বিকল্প জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে। যাতে কারোর কোন রকম সমস্যা না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *