রানিগঞ্জের মহকুমার মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি, জেলা শাসকের কার্যালয়ে সিটিজেন ফোরামের বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের মহকুমার পুরনো মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে বৃহস্পতিবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো রানিগঞ্জ সিটিজেন ফোরাম। জেলাশাসক এস পোন্নাবলমের দেখা না হলেও, ফোরামের তরফে অতিরিক্ত জেলাশাসককে (সাধারণ) একটি স্মারক লিপি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে রানিগঞ্জ সিটিজেন ফোরামের দাবি, রানিগঞ্জকে আবারও মহকুমার মর্যাদা দেওয়া হোক। রানিগঞ্জ নাগরিক ফোরামের এদিনের এই বিক্ষোভ প্রতিবাদে ফোরামের সদস্যদের পাশাপাশি রানিগঞ্জের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন। রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি অরুণ ভরতিয়া বলেন, রানিগঞ্জ আবার মহকুমার মর্যাদা পুরনো মর্যাদা ফিরে পেলে রানিগঞ্জে উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। এই দাবিকে সামনে রেখে এদিন আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হচ্ছে।




রানিগঞ্জ সিটিজেন ফোরামের কার্যকরী সভাপতি গৌতম ঘটক বলেন, রানিগঞ্জ নাগরিক বা সিটিজেন ফোরাম দীর্ঘদিন ধরে রানিগঞ্জকে মহকুমা করার দাবি জানিয়ে আসছে। সেই দাবির সমর্থনে আজ জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়েছে। তিনি বলেন, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক রাজ্যের মুখ্য সচিবের সাথে ভিডিও কনফারেন্সে ব্যস্ত ছিলেন, তাই তিনি আমাদের সাথে দেখা করতে পারেননি। তবে এই দাবির সমর্থনে এডিএম জেনারেল অতিরিক্ত জেলাশাসক সাধারণের সঙ্গে দেখা করে তার কাছে একটি স্মারক লিপি দিয়েছও। প্রশাসনের তরফে আমদের দাবি পূরণে যথাযথ পদক্ষেপ নেওয়া আশ্বাস দেওয়া হয়েছে।
গৌতম ঘটক আরো বলেন, রানিগঞ্জ ১৮৪৭ সাল থেকে ১৯০৬ সাল পর্যন্ত একটি মহকুমা ছিল। কিন্তু ১৯০৬ সালে, রানিগঞ্জ থেকে মহকুমার মর্যাদা কেড়ে নেওয়া হয়। তারপরে জেলাটি ভাগ করা হয়। জেলা ভাগ করার দাবি প্রথমে রানিগঞ্জ থেকে উত্থাপিত করা হয়েছিলো। জেলা ভাগের পর রানিগঞ্জ পুরসভা আসানসোল পুরনিগমের সাথে সংযুক্ত করা হয়। এর ফলে রানিগঞ্জে উন্নয়নের গতি অনেকটাই শ্লথ হয়ে গেছে। তিনি বলেন, এই কারণেই রানিগঞ্জের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে তারা চান রানিগঞ্জকে আবার মহকুমা করা হোক। রানিগঞ্জ সিটিজেন ফোরামের এই বিক্ষোভে রানিগঞ্জের প্রায় ৪০০ জন নাগরিক উপস্থিত ছিলেন।