আসানসোলে শুরু ৬ দিনের জেলা সবলা মেলা, উদ্বোধনে মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের এস বি গড়াই রোডের বিদ্যাসাগর ময়দানে শনিবার থেকে শুরু হলো ৬ দিনের সপ্তম পশ্চিম বর্ধমান জেলা সবলা মেলা ২০২৩-২৪। এদিন বিকেলে এক অনুষ্ঠানে মেলার মুল গেটের ফিতে কেটে ও মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোলের মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রদেব ভট্টাচার্য, জেলা পরিষদের অধ্যক্ষ কালোবরণ মন্ডল ও আসানসোল পুরনিগমের একাধিক মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান ও কাউন্সিলাররা।
শুরুতে স্বাগত বক্তব্যে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বলেন, পশ্চিম বর্ধমান জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর সপ্তম সবলা মেলার আয়োজন করেছে। এই বিদ্যাসাগর ময়দানে এই নিয়ে তৃতীয় বার মেলার আসর বসছে। এই মেলা চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় ৫০ টির বেশি স্টল রয়েছে। জেলার ৬ টি ব্লকের পাশাপাশি আসানসোল পুরনিগমের স্বনির্ভর গোষ্ঠী এই মেলায় তাদের হাতের তৈরী সামগ্রী নিয়ে এসেছেন। এই মেলার উদ্দেশ্য হলো পশ্চিম বর্ধমান জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগারীদের সামগ্রীর প্রদর্শনী ও বিপণন।
মন্ত্রী মলয় ঘটক তার উদ্বোধনী ভাষণে বলেন, আগে এই রাজ্যে সরকারি উদ্যোগে কোন মেলা হতোনা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার পরে এই মেলাকেই একটা মাধ্যম করেছেন সরকারি বিভিন্ন দপ্তরকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। সেই কারণে শ্রমিক মেলা, কৃষি মেলা, বইমেলা, সবলা মেলার আয়োজন করা হচ্ছে। এই মেলার একটা উপকারিতা আছে। অনেক লোকের মেলবন্ধন ঘটে। পরিচিত বাড়ে। মন্ত্রী আরো বলেন, পশ্চিম বর্ধমান জেলার সবলা মেলার বিক্রি রাজ্যের প্রথম ৫ টি জেলার মধ্যে থাকে। এই মেলায় সব হাতের তৈরী সামগ্রী আছে। তাই সবার কাছে আমার অনুরোধ, এই মেলায় এসে জিনিস কিনুন। তাতে স্বনির্ভর গোষ্ঠীগুলি উৎসাহিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ও স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রদেব ভট্টাচার্য।