আসানসোল জেলা কার্যালয়ে টিএমসিপির রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে রবিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আসানসোল ব্লক তৃনমুল ছাত্র পরিষদের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, রানিগঞ্জ বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার তাপস বন্দোপাধ্যায় , মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত, বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখোপাধ্যায় , তৃণমূল ছাত্র পরিষদের আসানসোল ব্লকের সভাপতি শিলাদিত্য রায় রক্তদাতাদের সম্মাননা পত্র দিয়ে সম্মানিত করেন। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সাথে যুক্ত প্রয়াত ছাত্রনেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।




এই প্রসঙ্গে অভিনব মুখোপাধ্যায় বলেন, এদিন এই রক্তদান শিবির পশ্চিম বর্তমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সমস্ত প্রয়াত ছাত্র নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছিল। এই শিবির ১০৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।
এই রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল বার্ণপুর সোশ্যাল ওয়েলফেয়ার ব্লাড ডোনার্স। অন্যদের উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের রক্ত আন্দোলনের প্রবীর ধর ও পশ্চিম বর্ধমান জেলা টিএমসিপির সহসভাপতি অরিজিৎ পাল।