RANIGANJ-JAMURIA

জামুড়িয়াতে বিক্ষোভের মুখে বিধায়ক অগ্নিমিত্রা পাল, গাড়ি আটকে, থাপড়ে, হুঁশিয়ারি, আগে কোথায় ছিলেন ? এখন রাজনীতি করতে এসেছেন ?

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া ::(Asansol Live News Today) বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের ( BJP MLA Agnimitra Pal ) গাড়ি আটকে, গাড়িতে থাপড়ে, বিধায়ককে হুঁশিয়ারি। আগে কোথায় ছিলেন? এখন রাজনীতি করতে এসেছেন? যে সমস্যা রয়েছে, সে সমস্যা সমাধানের জন্য তো জি .এম. কার্যালয় যাওয়া দরকার। নয়তো বরো দপ্তরে, এখানে এসে মানুষজনের সহানুভূতি নিতে এসেছেন, ভোটের রাজনীতি করতে এসেছেন? এমনই দাবি করে গাড়ি ঘিরে জামুড়িয়ার এ.বি.পিঠ এলাকায় বিক্ষোভ দেখালো তৃণমূলের একদল সদস্য।



বিজেপির রাজ্য সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অবশ্য এ বিষয় নিয়ে দাবি করলেন, আমি যেহেতু সমস্যার সমাধান করতে এসেছি, তাই তাদের গায়ে লাগছে, তার দাবি আজ এতদিন ধরে জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে জল নেই, তোরা ঠিক করিস নি কেন ? আমাকে আসতে হলো কেন? এখানের বিধায়ক কোথায়? এখানের কাউন্সিলর কোথায়? এই দাবি করে, তার বক্তব্য এরা শুধু একটাই জিনিস জানে, চিৎকার করে অপদস্ত করা, হেনস্থা করা, তাই তারা করছে।



যদিও এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন উনি তো জানেনই না এটা কত নম্বর ওয়ার্ডে অবস্থিত, উনি শুধু এখানে এসেছেন চমক দিতে, রাজনীতি করতে। তার দাবি আমরা নানা মহলে পৌঁছে ইসিএলের আধিকারিকদের বলে আগেই জল সরবরাহের পাম্প মেরামত করার উদ্যোগ নিয়েছি, এখন যেটা সারাই করা হচ্ছে তিনি সেটি করেছেন বলেই দাবি করে, কর্তৃত্ব ফলাতে চাইছেন। তার দাবি, আসুন না এখানে উন্নতি করুন, এলাকার উন্নয়নমূলক কাজ করুন। এই বলে তিনি দাবি করেন বিজেপির যদি পাঁচটা উন্নয়নের কথা তুলে ধরেন, তাহলে মেনে নেব যে তারা ভালো কাজ করে।


বুধবার জামুড়িয়ার এ.বি.পিঠ এলাকায় জল সমস্যার বিষয়কে নিয়ে এমনই ঝাঁঝালো কথাবার্তা লক্ষ্য করা গেল। জানা যায় আসানসোল কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই অংশটিতে দীর্ঘ প্রায় এক মাস ধরে ই সিএল এর জল সরবরাহ বাড়ি বাড়ি বন্ধ হয়ে রয়েছে। আর সেখানে কর্পোরেশনের তরফে জলের ট্যাংকি করে জল সরবরাহ করা হয়, তার সাথেই রাস্তার মধ্যেই বেশ কিছু কলের ট্যাপ রয়েছে যার মাধ্যমেও জল সরবরাহ হয়। তবে তা পর্যাপ্ত নয়, ইদানিং সেই অংশে ইসিএলের সরবরাহ করা জলের মোটর খারাপ হওয়ার কারণে, জল সরবরাহ বন্ধ হয়ে পড়ায়, সেই অংশের মানুষজন পড়ে দুর্ভোগে। এ বিষয়ে বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল জানার পরই, ওই অংশের মানুষজনদের কাছে পৌঁছে তাদের অসুবিধের বিষয়গুলি জানতে হাজির হন, তিনি এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন, যাতে দ্রুত জল সরবরাহ হয় তার জন্য উদ্যোগ নেওয়ার দাবি ও করেন খনি কর্তৃপক্ষর কাছে । পরে এ বিষয়ে বরো দপ্তরে যাওয়ার পথে, তার গাড়ি ঘিরে ধরে তৃণমূলের বেশ কিছু জন কর্মী সমর্থক, আর সেই সময়ই এই উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও সমস্ত বিষয়টিকে মুহূর্তে সামাল দিতে, পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়ে, সামান্য উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *