ASANSOL

আসানসোল শহরে গ্রিন ভলেন্টিয়ারদের নিয়ে সাফাই অভিযানে জিতেন্দ্র তেওয়ারি, তরজা শাসক দলের সঙ্গে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ (Asansol News Today ) কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় সারাদেশের মধ্যে অন্যতম নোংরা শহরের তালিকায় আসানসোলের নাম রয়েছে। দূষণ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ আসানসোল পুরনিগম, এমনটাই অভিযোগ।
তাই দূষিত বা নোংরা শহরের তালিকার শীর্ষে থাকা আসানসোলকে ঠিক করতে বৃহস্পতিবার সাফাই অভিযানে নামলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তার সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলার গৌরব গুপ্ত ও গ্রিন ভলেন্টিয়াররা। দিন কয়েক আগেই জিতেন্দ্র তেওয়ারি আসানসোলে সাফাই অভিযান চালাতে ওয়ার্ড ভিত্তিক এই গ্রিন ভলেন্টিয়ার তৈরি করেছেন।
জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ ও তার সাফাই অভিযান নিয়ে শুরু হয়েছে তৃনমুল ও বিজেপির রাজনৈতিক তরজা। জিতেন্দ্র তেওয়ারিকে তার অভিযোগের জবাব ফিরিয়ে দিতে দেরি করেনি শাসক দল।


এদিন সকালে আসানসোলের জিটি রোডের ইষ্টার্ণ রেলওয়ে গার্লস স্কুলের সামনে থেকে গ্রিন ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে সাফাই অভিযান শুরু করেন।
এই প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ, শুধু আসানসোল শহর নোংরা ও অপরিষ্কার নয়ই, বিভিন্ন স্কুলের সামনেও আবর্জনা এদিক ওদিক পড়ে আছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা কেন্দ্র গুলিও পরিষ্কার বা সাফাই করা হয়নি। মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে স্কুলের আশেপাশে আবর্জনা পড়ে আছে। তাই আমি গ্রিন ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে সাফাই অভিযানে নামতে বাধ্য হয়েছি। তার দাবি, এইভাবে গ্রিন ভলেন্টিয়াররা আসানসোল শহর সহ শিল্পাঞ্চলের সর্বত্র এইভাবে সাফাই অভিযান করবে। তিনি সাফাই অভিযান ও নোংরা শহরের তকমা পাওয়া নিয়ে জেলা প্রশাসন ও আসানসোল পুরনিগমের তীব্র সমালোচনা করেছেন। তার আরো দাবি, আমি মেয়র থাকাকালীন ” ক্লিন আসানসোল গ্রিন আসানসোল ” স্লোগান নিয়ে আসানসোল পুরনিগম এলাকায় একটা প্রজেক্ট শুরু করেছিলাম। তাই সেই প্রজেক্টটাই বর্তমান পুর বোর্ড বন্ধ করে দিয়েছে।


যদিও জিতেন্দ্র তেওয়ারির এই অভিযোগ মানতে নারাজ আসানসোল পুরনিগমের মেয়র পরিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। তার পাল্টা দাবি, শহর যথেষ্ট পরিষ্কার। আর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলো সাতদিন আগে থেকেই পরিষ্কার করা হয়েছে। কয়েকটি বিরোধী দলের নেতা লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার জন্যে ময়দানে নেমেছে। এইসব করে কোন লাভ নেই। আসানসোলের মানুষেরা সব জানেন। মেয়র পারিষদ আরো বলেন, সাফাই ও শহর পরিষ্কার করার কাজ আসানসোল পুরনিগমকেই করতে হবে। ওনার যদি এতো ক্ষমতা, তাহলে তিনি আসানসোল পুরনিগমকে বাদ দিয়ে সাফাই করে দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *