আসানসোলে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে “প্রানাথন” র আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Today ) আসানসোল শহরের মানুষকে স্বাস্থ্য এবং প্রানিক হিলিং ( Pranic Healing ) সম্পর্কে সচেতন করতে রবিবার আসানসোলে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। “প্রানাথন” নামে এই ম্যারাথন এদিন আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর সৃষ্টি নগরের সেন্ট্রাম মলের ( Centrum Mall ) সামনে থেকে এই ম্যারাথন শুরু হয়। তিনটি বিভাগ ২, ৫ ও ১০ কিলোমিটারের এই ম্যারাথন আয়োজন করা হয়। আসানসোল সৃষ্টিনগরের ওডিসি ক্লাব ও প্রানিক হিলিং সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে শতাধিক মহিলা, পুরুষ ও প্রবীণ মানুষেরা এই অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানিয়েছেন, ম্যারাথনের পরিবর্তে এর নামকরণ করা হয়েছে “প্রানাথন”। শরীর সুস্থ রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই প্রসঙ্গে সৃষ্টি নগরের হেড অফ অপারেশন বিনয় চৌধুরী বলেন, আসানসোল শিল্পাঞ্চলের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। তাতে শতাধিক প্রতিযোগী অংশ নেন। কেনিয়ার দৌড়বিদরাও এতে অংশ নেন। তিনি বলেন ২, ৫ ও ১০ কিলোমিটারের এই ম্যারাথন হয়েছে। তিনি আরে বলেন, আসানসোলের প্রানিক হিলিং সেন্টারের সাথে যৌথভাবে এর আয়োজন করা হয়েছে। তাই এর নামকরণ করা হয়েছে “প্রানাথন” ।এর উদ্দেশ্য হল স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা।
আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল উত্তর ( নর্থ) ট্রাফিক গার্ড এই ম্যারাথন আয়োজনে সব রকম সহযোগিতা করেছে। ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগিদের মাধ্যমে পুলিশের তরফে গাড়ি চালকদের কাছে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার চালানো হয়। ম্যারাথন শেষে একটি অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ, ভিকে ঢল, আসানসোল সেন্ট ভিনসেণ্ট স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টর, বিনয় চৌধুরী ও প্রানিক হিলিং সেন্টারের এইচএস ওরফে টিঙ্কু কাপুর।
এছাড়াও ছিলেন আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির ইনচার্জ পার্থ চক্রবর্তী, আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি মহঃ আসরাফুল ইসলাম, নবনীতা বন্দোপাধ্যায়, অঞ্জনা চৌধুরী, শ্রুতি বন্দোপাধ্যায়, পীযুষ দ্বারুকা রবি মিত্তাল ও পুনিত কুমার সিনহা।
- डीएवी मॉडल स्कूल आसनसोल का वार्षिक उत्सव
- আসানসোলে আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের সামনেই তৃণমূল কাউন্সিলারের সঙ্গে কংগ্রেস নেতার বচসা, ধাক্কাধাক্কি
- Asansol : आंदोलन के दौरान टीएमसी और कांग्रेस नेता में टकराव
- Maithon Picnic Spot Welcome Gate समेत विभिन्न योजनाओं का उद्घाटन
- মাইথন পিকনিক স্পটের স্বাগতম গেট সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়