অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা, মৃত দুই !
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) নারায়ণকুড়ি খোলা মুখ খনির দুর্ঘটনা পর এবার ছ’মাস ধরে বন্ধ থাকা কুনুস্তড়িয়া এরিয়ার বাঁশড়া কোলিয়ারীর খোলা মুখ খনিতে ঘটলো অবৈধ কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা। এ নিয়ে তিন রাজনৈতিক দল ময়দানে নেমে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে সামিল হলেন। দীর্ঘ ৬ মাস ধরে কয়লা উত্তোলনের পর পরিত্যক্ত অবস্থায় থাকা কয়লা খনিতে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে ঘটল এই দুর্ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে এই এলাকা যা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিধানসভা এলাকা, সেই এলাকাতেই এবার অগ্নিমিত্রা এদিন এসে পৌঁছে, ওই মৃতের পরিজনদের সঙ্গে দেখা করেন। পরে তিনি এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানান। সেখানেই সিপিএম কর্মী সমর্থকেরা এজেন্ট অফিসের সামনেই ধরনায় বসে যায়, তারাও আহত ও নিহতদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায়।সেখানেই কিছু দূরেই এজেন্ট কার্যালয়ের গেটের সামনে সেই একই ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল।
এদিকে এই ঘটনায় সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা বারংবার ওই অংশটিকে ভরাট করার জন্য খনি কর্তৃপক্ষর কাছে বিক্ষোভ আন্দোলন করেছেন, তারপরও কোন ব্যবস্থা গ্রহণ না হওয়ার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে যার দায়িত্ব নিতে হবে খনি কর্তৃপক্ষকে, বলেই দাবি করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তৃণমূল নেতৃত্ব একই রূপ ভাবেই অপরপ্রান্তে চালাচ্ছেন তাদের বিক্ষোভ আন্দোলন। জানা গেছে এই ঘটনায় বিনোদ ভূঁইয়া, ও রাজেশ তুরির মৃত্যু হয়েছে। সেখানেই আহত হয়েছেন রাম প্রবেশ বর্ণয়াল, ও কারু ভূঁইয়া।
- चेंबर की पिकनिक, ट्रेड फेयर को सफल बनाने पर जोर, उद्घाटन 8 को
- দামোদর নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
- সিজানো পরবের পরে গ্রামে ডায়রিয়ার প্রকোপ ! ২৭জন ভর্তি হাসপাতালে
- Mahakumbh का चमत्कार, 15 साल बाद लौटी याददाश्त, कोडरमा का अर्जुन वापस मिला परिवार से
- আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি