জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কুলটির স্কুলে ” ফাইলেরিয়া ” রোগের সচেতনতায় প্রচার অভিযান
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায় /সৌরদীপ্ত সেনগুপ্ত : ফাইলেরিয়া বা ফাইলেরিয়াসিস রোগ নির্মূল করার জন্য রাজ্য সরকারের তরফে প্রচার চালানো হচ্ছে। সেইমতো পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরের তরফে আসানসোলের কুলটির একটি স্কুলে ফাইলেরিয়াসিস সংক্রান্ত একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। পাশাপাশি অভিভাবকদের ফাইলেরিয়াসিস প্রতিরোধে ওষুধ খাওয়ানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক গাঙ্গুলি, স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিক, স্কুলের শিক্ষক, ছাত্র এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/02/img-20240210-wa006314914383526095509351-500x333.jpg)
জানা গেছে, কুলটি ও বারাবনিতে ফাইলেরিয়াসিসের রোগীর সংখ্যা জেলার অন্যান্য এলাকার তুলনায় বেশি। এদিন এখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি বারাবনিতেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। ফাইলেরিয়াসিসের ওষুধ প্রায় সব জায়গায় পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে এদিন শিশু ও তাদের অভিভাবকদের ফাইলেরিয়াসিসের ওষুধ খাওয়ানো হয় ও এই রোগ সম্পর্কে সচেতন করা হয়।