রাইজিং আসানসোলের সাজেশন বক্সে নাগরিকরা তাদের পরামর্শ লিখছেন
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল বইমেলায় রাইজিং আসানসোলের পক্ষ থেকে একটি পরামর্শ বাক্স রাখা হয়েছিল। প্রিয় শহর আসানসোলের জন্য স্বপ্নগুলি প্রকাশ করার পাশপাশি সাজেশন বক্সের মাধ্যমে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্যই ছিল সাজেশন বক্স। প্রায় ৩০০ জন সাজেশন বক্সে তাদের মূল্যবান পরামর্শ লিখেছেন। অনুষ্ঠানে আসানসোলের প্রাক্তন মেয়র এবং বর্তমান বিজেপি রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তিওয়ারি জানান, রাইজিং আসানসোলের তরফে বইমেলায় একটি পরামর্শ বাক্স রাখা হয়েছিল।
আসানসোল শহর কেমন হওয়া উচিত ছিল তাদের চোখে। আসানসোল কি সেই অনুযায়ী শহর তৈরি হচ্ছে নাকি? আসানসোলকে কি সুন্দর আসানসোল বানানো হচ্ছে নাকি? আসানসোল শহরকে কীভাবে একটি সুন্দর শহর করা যায় এসবই পরামর্শটি লিখে বাক্সে রাখতে বলা হয়।