DURGAPUR

দুর্গাপুরে হুলুস্থুল কান্ড বৃদ্ধের জায়গায় বৃদ্ধার দেহ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর :  সদ্য প্রয়াত প্রবীণ ক্লাব সদস্যকে শেষ শ্রদ্ধা দিতে ফুলের মালা পরাতে গিয়ে হল হুলুস্থুল কান্ড। একি বৃদ্ধের জায়গায় বৃদ্ধার দেহ আশ্চর্য সকলে যা নিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে।
*মৃতদেহ নির্দিষ্ট নম্বরের ট্যাগ থাকা সত্ত্বেও হল দেহ অদল বদল, যা নিয়ে উঠল প্রশ্ন।বৃদ্ধর জায়গায়,পৌঁছে গেলো বৃদ্ধার মৃতদেহ, কিন্তু  কিভাবে? দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে ঘটে এই ঘটনা।



একেই বলে, মরেও শান্তি নেই। ঘটনাস্থল দুর্গাপুর। দিন দুয়েক আগে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা কনক মজুমদার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হন। পরে তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় বিধামনগর ফাঁড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে । আজ ভোরে মৃত্যু হয় কনক মজুমদারের। এদিকে দিন দুয়েক আগে এই একই হাসপাতালে ভর্তি হন বেনাচিতির বাসিন্দা নৃপেন্দ্রনাথ শ্যাম, গতকাল নৃপেন্দ্র বাবু মারা যান। এদিন কনক মজুমদারের মৃতদেহ মর্গ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নৃপেন্দ্রনাথ শ্যামের পরিবারের হাতে তুলে দেয়,এরপর নৃপেন্দ্রনাথ বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় মৃতদেহ পরিবর্তন হয়ে গেছে,

তড়িঘড়ি ঐ পরিবার, হাসপাতালে ছুটে আসেন, ততক্ষনে কনক মজুমদারের পরিবার হাসপাতালের বাইরে বসেছিলেন, এমন অদ্ভুতুড়ে বিষয় লক্ষ্য করে, কৌতূহল বশত তারা ওই দেহ দেখতে গিয়ে দেখেন, এ তো তাদের পরিবারের প্রিয়জনের দেহ,আর এই ঘটনা লক্ষ্য করে নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে, হাসপাতাল চত্বরে। রোগীর পরিজনেরা কর্তৃপক্ষকে কাছে পেয়ে, ক্ষোভে ফেটে পড়েন, কনক মজুমদারের পরিবারের লোকজন। শুরু হয় প্রচন্ড বাক বিতন্ডা, সকলের একমাত্রই প্রশ্ন মৃতদেহ নির্দিষ্ট নম্বরের ট্যাগ থাকা সত্ত্বেও কিভাবে সেই দেহ, অদল বদল হয়ে গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।বৃদ্ধর জায়গায় বৃদ্ধার মৃতদেহ পৌঁছে গেলো কিভাবে? সেই প্রশ্নের উত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষর কাছে, তারা ক্ষুব্ধ মানুষজনের এই হইচই দেখে শেষমেষ নিজেদের দোষ স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *