পশ্চিমবঙ্গের আইপিএস রদবদল : বারাসতের ডিআইজি বদলি, এডিপিসিতেও রদবদল
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: লোকসভা নির্বাচনের আগে পুলিশ বিভাগে রদবদল অব্যাহত রয়েছে। রাজ্যে ৩৪ জন আইপিএস অফিসার সহ ৩৯ জন পুলিশ অফিসারের বদলির নির্দেশ জারি করা হয়েছে। কলকাতা পুলিশে অনেক অফিসারকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বারাসত রেঞ্জের ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে। বারাসতের ডিআইজি সুমিত কুমারকে সরিয়ে বারাসতের ডিআইজি নিয়োগ করা হয়েছে ভাস্কর মুখোপাধ্যায়কে। আসানসোল-দুর্গাপুর পুলিশেও অনেক রদবদল করা হয়েছে। এর আগে জারি করা অনেক বদলিও বাতিল করা হয়েছে। শিশরাম ঝাঁঝারিয়াকে বাঁকুড়া রেঞ্জের আইজি নিযুক্ত করা হয়েছে, ডক্টর অরবিন্দ কুমার আনন্দকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি (হেডকোয়ার্টার) নিযুক্ত করা হয়েছে, ধ্রুব দাসকে ডিসি (সেন্ট্রাল), কুমার গৌতমকে স্যাপ ( SAP) ১৩ তম ব্যাটালিয়ন বাঁকুড়ার সিও(CO)নিযুক্ত করা হয়েছে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
দেখুন তালিকা:
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/02/img-20240217-wa02002543996661183726255.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/02/img-20240217-wa02013630171310178672736.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/02/img-20240217-wa02023381948602718674448.jpg)