দূর্গাপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আকাশপথে পণ্য পরিবহন বা কার্গো নিয়ে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার। সোমবার বিকেলে সে বিষয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্ডাল বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর পরে সংবাদ মাধ্যমকে এমনটাই জানান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।
এদিন বিকেলে কলকাতা থেকে অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সেখানে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার ও তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।




দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে বিমানবন্দরের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের প্রচুর ভিড় ছিলো। মুখ্যমন্ত্রী বাইরে বেরোতেই তার উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন। এখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিখ সম্প্রদায়ের মানুষজনেরা। তারা মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের আইপিএস অফিসার যশপ্রীত সিংকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্য নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডাল বিমানবন্দর থেকে সড়কপথে সোজা দুর্গাপুরের সার্কিট হাউসে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।
সূত্রের খবর, লোকসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিম বর্ধমান জেলার দলীয় সংগঠনকে মজবুত করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক।
রাজ্যের আইন, বিচার, ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু , তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক সহ জেলা তৃণমূলের নেতৃত্বদের নিয়ে হয় এই বৈঠক। দক্ষিণবঙ্গের এই জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব বা কোন্দল কাটাতেই এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বকে পরামর্শ ও নির্দেশ দেন বলে সূত্রের খবর। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই এই বৈঠক করা হয় বলে জানা গেছে ।
মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা সিটি সেন্টার চত্বর। একই ব্যবস্থা করা হয়েছিলো গোটা রাস্তায়। সোমবার দূর্গাপুরের সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রিবাস করবেন। মঙ্গলবার থেকে শুরু হবে বাঁকুড়া ও পুরুলিয়া সফর। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় দূর্গাপুর থেকে যাবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।