রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজের গার্লস হোস্টেলের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হল যুবক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : সদ্য জেল থেকে ছাড়া পাওয়া মাদকাসক্ত যুবকের দেহ, রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজের, মহিলা হোস্টেলের সামনে, পড়ে থাকতে দেখায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অনুমান করা হচ্ছে ওই যুবক এগারো হাজার ভোল্টের ট্রান্সফরমারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। সোমবার সকাল দশটা নাগাদ এই ঘটনাটি লক্ষ্য করেন টি.ডি.বি কলেজের গার্লস হোস্টেলের এক মহিলা, তিনি ওই যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি লক্ষ্য করে, তিনি সংলগ্ন এলাকার মানুষজনেদের ও স্টুডেন্ট ইউনিয়নের সদস্যদের জানালে, তারাই কলেজ কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে খবর দেওয়ায়, কলেজ কর্তৃপক্ষ তৎক্ষণাৎ রানীগঞ্জ থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, ওই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে তাকে রানীগঞ্জের আলু গড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।




ঘটনা প্রসঙ্গে জানা যায় বছর ২৫ এর উকিল শাহ নামের ওই যুবক রানীগঞ্জের মাজার শরীফ এলাকার বাসিন্দা। ৭ দিন আগে সে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, জেল খেটে জামিনা মুক্ত হয়েছিল। এবার ওই যুবককে বিদ্যুৎপৃষ্ট হয়ে, গার্লস হোস্টেলের সামনে পড়ে থাকতে দেখায়, চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ কলেজ কর্তৃপক্ষকে ওই যুবক পরিচিত বলেই জানিয়েছে বলে জানান। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই যুবক একটি প্লাস্টিকের বস্তা নিয়ে, কলেজের পেছনের দেওয়ার টোপকে গার্লস হোস্টেলের কাছে ওই ট্রান্সফরমারে কাছে যাওয়ার সময়ই সে বিদ্যুৎপৃষ্ট হয় বলেই প্রাথমিকভাবে তারা মনে করছেন। কলেজের টিচার ইনচার্জ মবিনুল ইসলাম এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওই যুবক কিভাবে কলেজ চত্বরে ঢুকে পড়ল ও কি করেই বা সে ওই ১১ হাজার ভোল্টের ট্রান্সফরমারের সংস্পর্শে এল তা নিয়েই তারা ধন্ধে রয়েছেন।
তিনি এই সমস্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তীতে যাতে কলেজ ক্যাম্পাসের মধ্যে কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি না ঢুকতে পারেন তার জন্য নিরাপত্তা রক্ষীদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেই জানিয়েছেন। তার দাবি তিনি ইতিমধ্যেই কলেজ ক্যাম্পাসে ঘোষণা করেছেন কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে কলেজ চত্বরে ঢুকতে দেওয়া যাবে না। কলেজে ঢুকতে গেলে নির্দিষ্ট পরিচয় পত্র দেখিয়ে তবেই ঢুকতে পারবেন ওই ব্যক্তি বলেই দাবি তার। এক্ষেত্রে ওই যুবক কলেজের পাশের দেওয়াল টোপকে ওই অংশে চলে আসতে পারে বলেই প্রাথমিকভাবে অনুমান করছেন তিনি বলেই জানান টিচার ইনচার্জ মবিনুল ইসলাম। এখন দেখার গার্লস কলেজ হোস্টেলের সামনেই ঘটা এই ঘটনা নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ।