পান্ডবেশ্বরে পদ্ম শিবিরে ভাঙন, শত্রুঘ্ন সিনহার হাত ধরে ১৫০ জনের তৃনমুলে যোগদান
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভায় সাংসদ তথা তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা হাত ধরে ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় এই যোগদান কর্মসূচিটি হয়। এদিনের এই যোগদান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতারা।
বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পদ্ম শিবিরের কর্মীরা দলবদল করে শাসক দলে যোগদান করেন।এই যোগদান প্রসঙ্গে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, বিজেপির সংগঠনে ঘুন ধরেছে। আদর্শ বলে কিছু নেই। তাই আমরা দিদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
এই যোগদান প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তৃণমূলের নব জোয়ারের সাথে সাথে পাণ্ডবেশ্বরে সামগ্রিকভাবে উন্নয়নের জোয়ার চলছে। তাই এই বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদেরকে ভুল বোঝানো হয়েছিলো। তারা তা বুঝতে পেরে, দলবদল করলেন।