ফেসবুক, ইনস্টাগ্রাম ডাউন, বিশ্বজুড়ে ব্যবহারকারীরা উদ্বিগ্ন, এক্স হ্যান্ডেলে শেয়ার করা হচ্ছে মিমস্
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : ফেসবুক, ইনস্টাগ্রাম ডাউন হঠাৎ করেই আজ সন্ধ্যায় বিপর্যস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। সারা বিশ্বের লক্ষ লক্ষ গ্রাহক সন্ধ্যায় বিপর্যস্ত হয়ে পড়েন। কেউ এক্সে আবার কেউ গুগলে সার্চ করছিল।ফেসবুক ডাউন কেন? অল্প সময়ের মধ্যেই ফেসবুক ট্রেন্ডিং শুরু করে। সেই সঙ্গে শেয়ার হতে থাকে অনেক মিমস। হঠাৎ করেই সব ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেল। একজন ইউজার জানান, হঠাৎ সন্ধ্যায় তিনি লক্ষ্য করেন যে তার ফেসবুক লগ আউট হয়ে গেছে। যখন তিনি তার বন্ধুদের জিজ্ঞাসা করেন, তারাও একই সমস্যার মুখোমুখি হয়েছে।