আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কার্যালয়ে ১০০ দিনের মজুরি দেওয়ার অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল আদালত চত্বরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে ১৫ জন মহিলাকে ১০০ দিনের কাজের মজুরি দেওয়া হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।
এদিনের উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহসভাধিপতি, বিষ্ণুদেও নুনিয়া, অতিরিক্ত জেলাশাসক প্রশান্তরাজ শুক্লা সহ অন্যান্য আধিকারিক ও জেলা পরিষদের সদস্য ও সদস্যারা।














এদিন গোটা এলাকার মানুষের মধ্যে প্রচারের জন্য দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। সবুজ পতাকা দেখিয়ে ট্যাবলো দুটির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। এছাড়া এদিন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের একটি ওয়েবসাইট চালু করা হয়। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি বলেন, রাজ্য সরকার যে মানুষের কথা সবসময় ভাবে, এটি তার সবচেয়ে বড় প্রমাণ।
- SPL 4 मैवरिक्स चैंपियन
- Jamuria राजश्री कारखाने में मजदूर की मौत
- Asansol में DM, Durgapur में SDM कार्यालय पर BJP का प्रदर्शन
- আসানসোলে চতুর্থ ” সৃষ্টি নগর প্রিমিয়ার লিগ” চ্যাম্পিয়ান টিম ম্যাভরিকস্
- দুর্গাপুরেও ফর্ম ৭ নিয়ে বিজেপির এসডিও অফিসে ধর্ণা অবস্থান, এসআইআর স্বচ্ছভাবে না হলে ভোট নয়ঃ জিতেন্দ্র তেওয়ারি

