আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কার্যালয়ে ১০০ দিনের মজুরি দেওয়ার অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল আদালত চত্বরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে ১৫ জন মহিলাকে ১০০ দিনের কাজের মজুরি দেওয়া হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।
এদিনের উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহসভাধিপতি, বিষ্ণুদেও নুনিয়া, অতিরিক্ত জেলাশাসক প্রশান্তরাজ শুক্লা সহ অন্যান্য আধিকারিক ও জেলা পরিষদের সদস্য ও সদস্যারা।




এদিন গোটা এলাকার মানুষের মধ্যে প্রচারের জন্য দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। সবুজ পতাকা দেখিয়ে ট্যাবলো দুটির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। এছাড়া এদিন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের একটি ওয়েবসাইট চালু করা হয়। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি বলেন, রাজ্য সরকার যে মানুষের কথা সবসময় ভাবে, এটি তার সবচেয়ে বড় প্রমাণ।
- बर्नपुर : मां मंगलमयी काली मंदिर के पास जमीन विवाद, स्थानीय लोग हीरापुर थाने पहुंचे
- ADDA द्वारा पुलिस लाइन और हीरापुर थाना परिसर में विकास कार्यों का शिलान्यास
- আড্ডার আর্থিক অনুদানে বার্নপুরে পুলিশ ট্রেনিং সেন্টার ভিত্তিপ্রস্তর
- विद्यालय के सर्वांगीण विकास में प्रशिक्षु शिक्षकों की महत्वपूर्ण भूमिका
- বার্নপুরে ভর সন্ধ্যায় গুলিবিদ্ধ জমি কারবারি, তদন্তে পুলিশ, চাঞ্চল্য