আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কার্যালয়ে ১০০ দিনের মজুরি দেওয়ার অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল আদালত চত্বরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে ১৫ জন মহিলাকে ১০০ দিনের কাজের মজুরি দেওয়া হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।
এদিনের উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহসভাধিপতি, বিষ্ণুদেও নুনিয়া, অতিরিক্ত জেলাশাসক প্রশান্তরাজ শুক্লা সহ অন্যান্য আধিকারিক ও জেলা পরিষদের সদস্য ও সদস্যারা।




এদিন গোটা এলাকার মানুষের মধ্যে প্রচারের জন্য দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। সবুজ পতাকা দেখিয়ে ট্যাবলো দুটির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। এছাড়া এদিন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের একটি ওয়েবসাইট চালু করা হয়। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি বলেন, রাজ্য সরকার যে মানুষের কথা সবসময় ভাবে, এটি তার সবচেয়ে বড় প্রমাণ।
- পিএইচইর পাইপলাইন ভেঙে পড়ার ঘটনা, জেলাশাসককে একাধিক দাবিতে স্মারকলিপি সিপিএমের
- Asansol : पुल गिरा चढ़ा राजनीतिक पारा, भाजपा – सीपीएम का हमला, उपमेयर का बचाव
- আসানসোল আদালতে আইনজীবীদের বিক্ষোভ
- Asansol : जन्मदिन पार्टी से लौटने में हुआ हादसा युवक की मौत, अस्पताल में तोड़फोड़
- Rupnarayanpur Kidnapping : 6 दिन से छात्रा का सुराग नहीं, मांगी फिरौती, पिता जहाँगीर की सीएम से गुहार