রানিগঞ্জ থানায় সিপিএমের ঘেরাও, বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসন্ন লোকসভা নির্বাচন অবাধে করা সহ ১১ দফা দাবিতে শনিবার সন্ধ্যায় রানিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন রানিগঞ্জের সিপিএমের কর্মী ও সমর্থকেরা। রানিগঞ্জ এরিয়া কমিটির ডাকে এদিনের এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী। এছাড়াও ছিলেন রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত ও এরিয়া সম্পাদক সুপ্রিয় রায়অনুপ মিত্র, হেমন্ত প্রভাকর,কৃষ্ণা দাশগুপ্ত প্রমুখ।




থানা ঘেরাওয়ের আগে সিপিএমের নেতা ও কর্মীরা রানিগঞ্জ শহরে একটি মিছিল করেন। পরে ১১ দফা দাবির একটি স্মারক লিপি রানিগঞ্জ থানায় দেওয়া হয়।থানা ঘেরাও কর্মসূচিতে গিয়ে ক্ষোভ উগরে দিলেন সিপিআইএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বলেন, এদিন তিনি তার বক্তব্যে দাবি করলেন তৃণমূল আগাগোড়া পুরোটাই দুর্নীতিতে ডুবে আছে। সন্দেশখালি তার প্রকৃষ্ট উদাহরণ। এখন তৃণমূল নিজেদের বাঁচাতে বিজেপির সাথে সেটিং করছে।এদিন নেতৃবৃন্দ অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্যের শাসকদলের মদতে বেআইনি বালি ও কয়লা পাচার হচ্ছে। রেল স্টেশন সংলগ্ন এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। পুকুর ও জলাশয় ভরাট করে, জমি মাফিয়ারা জমি কেনাবেচা করছে, যা শুধু এখানেই নয় কলকাতার কালীঘাটে ও লক্ষ্য করা গেছে বলেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি সুরে জানালেন প্রাক্তন সাংসদ। তার দাবি, সারা রানিগঞ্জ কয়লাঞ্চলকে ধ্বংস করছে শাসকদল। সমস্ত রকম অসামাজিক কার্যকলাপে শাসক দলের মদত রয়েছে। প্রশাসন সবকিছু জেনেও নিরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রকৃত অপরাধীদের আড়াল করে, বামপন্থী কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।
পুলিশ প্রশাসনের এহেন আচরনে করেছেন বলেই দাবি করে এদিন তিনি তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এদিন নেতৃবৃন্দ, গত নির্বাচনে পূর্ব অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শাসক দলের মদতে বহিরাগত দুষ্কৃতীরা সাধারণ ভোটারদের সন্ত্রস্ত করে, ভোট লুট করে। লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে, উদ্যোগ গ্রহণ করতে হবে।
শনিবার বিকেলে সিপিআইএমের এক থানা ঘেরাও কর্মসূচিতে এমনই সব বিষয় উঠে আসে নেতৃস্থানীয়দের বক্তব্যে।
এদিন তারা বারো দফা দাবির প্রেক্ষিতে রানিগঞ্জ কয়লাঞ্চলে বেআইনি কয়লা, বালি পাচার বন্ধ, সহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি সহ আগামী লোকসভা নির্বাচনে অবাধ শান্তিপূর্ণ ভোটদান সুনিশ্চিত করতে রানিগঞ্জ থানায় ডেপুটেশন দেন সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটির নেতৃবৃন্দ। শনিবার তারা পোস্ট অফিস ময়দান থেকে লাল ঝান্ডা, প্লাকার্ড, ব্যানার নিয়ে মিছিল করে পাটিকর্মীরা। পরে রানিগঞ্জ থানার সামনে বিক্ষোভসভায় বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, রুনু দত্ত, সুপ্রিয় রায় প্রমূখ। এদিন নেতৃবৃন্দ দাবি করেন, প্রকৃত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। এদিন রানিগঞ্জ থানায় ১২ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।