রানীগঞ্জে রহস্যময় চুরির ঘটনায় চাঞ্চল্য, উধাও কুড়ি লক্ষ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানিগঞ্জ: এই চুরির ঘটনা দেখলে হতচকিত হবেন আপনিও। যে ছোট জানালা দিয়ে ছোট শিশু ও প্রবেশ করতে পারেনা সেই ছোট জানালার গ্রিল ভেঙ্গে, দোকানে প্রবেশ করে, দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় কুড়ি লক্ষ টাকা চুরি গেছে, এক ভোজ্য তেল ব্যবসায়ীর, বলেই দাবি করল ভোজ্য তেল ব্যবসায়ী সংগঠন ও রানীগঞ্জ চেম্বার অফ কমার্স। ঘন জনবসতিপূর্ণ, অভিজাত এই এলাকাটির সর্বত্রই সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকার পরও, ওই ভোজ্য তেল ব্যবসায়ীর বাড়ির মধ্যে থাকা দোকানে,কি ভাবে এই ঢুকে, এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটাল দুষ্কৃতি দল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।




ঘটনা প্রসঙ্গে জানা যায়, রানীগঞ্জের ফায়ার ব্রিগেড সংলগ্ন জগন্নাথ গার্ডেনের, বাসিন্দা ভোজ্য তেল ব্যবসায়ী উমেশ কাজরিয়া, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাত্রে নিজের দোকানের কাজ সেরে, ওপরে থাকা তার বাড়ি চলে যান। পরে বুধবার সকালেই উঠে তিনি লক্ষ্য করেন, তার বাড়ির সদর দরজা বন্ধ রয়েছে, এ বিষয় লক্ষ্য করেই তিনি চারিদিকে তল্লাশি করতেই দেখেন তার দোকানের একটি গ্রিলের জানালা ভাঙ্গা রয়েছে, এরপরে তিনি নিজের ক্যাশ বাক্স ও অন্য সকল বিষয় লক্ষ্য করতেই দেখেন, তার ক্যাশ বাক্সের মধ্যে থাকা প্রায় কুড়ি লক্ষ টাকা উধাও, যা দেখেই হতচকিত হয়ে পড়েন তিনি, বলেই জানান উমেশ কাজরিয়া। এই ঘটনার খবর তিনি রানীগঞ্জ চেম্বার অফ কমার্স ও অন্য সকল সদস্যদের জানানোর সাথে পুলিশ প্রশাসনকে এ বিষয়ে খবর দিলে রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনার তদন্ত শুরু করেন। এই চুরির ঘটনার কিনারায় ঘটনাস্থলে এসে পৌঁছন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত।
ওই ব্যবসায়ী ও ব্যবসায়িক সংগঠনের দাবি কোন পরিচিত ব্যক্তি সুপরিকল্পিতভাবে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। ওই ব্যবসায়ীর দাবি তিনি ব্যবসায়িক স্বার্থে এই ২০ লক্ষ টাকার মতো বিপুল পরিমাণে টাকা ক্যাশ বাক্সে রেখেছিলেন, যা ছাদের ওপর দরজা দিয়ে চোরের দল বাড়িতে ঢুকে চুরি করেছে বলেই তার প্রাথমিক অনুমান তবে ওই দোকানের পাশেই ছোট্ট গ্রিল ভেঙে কিভাবে দুষ্কৃতী দল ওই দোকানে ঢুকে পড়ল তা নিয়েই উঠেছে প্রশ্ন। এই ঘটনার পরই পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছেন চারিদিকেই সিসিটিভিতে মোরা ওই এলাকায় থাকলেও ওই ব্যবসায়ীর সিসিটিভি গুলি ছিল অকেজো জানিও উঠেছে প্রশ্ন, এর পাশাপাশি ওই ব্যবসায়ীর বাড়ির পেছন প্রান্ত থেকে দুঃস্কৃতি দল বাড়ির মধ্যে প্রবেশ করেছে বলেই দাবি করেছেন তারা, যার জেরে বাড়ির সামনে থাকা সমস্ত সিসিটিভি সামনে পড়তে হয়নি দুষ্কৃত দলকেই বলেই জানান তারা, আর তারই জেরে দুঃখিত দের উপস্থিতির কোন তথ্য তাদের কাছে এখনো উঠে আসেনি বলেই জানিয়েছেন তারা। পুলিশ জানিয়েছেন সমস্ত বিষয়েই তদন্ত সাপেক্ষ। তবে মার্চ মাসের সময়কালে, এই আশ্চর্যজনক চুরি নিয়েও ভাবিয়ে তুলেছে পুলিশ প্রশাসনকে। সকল তথ্যকে একত্রিত করে এই চুরির কিনারা করতে তৎপর হয়েছে পুলিশ।