চুরির বাইক উদ্ধারে সাফল্য পাণ্ডবেশ্বর থানার পুলিশের, ধৃত ২
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী ::বীরভূম ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত থানা গুলিতে বাইক চুরির ঘটনা প্রায়শই হয়ে থাকে। আর বহু ক্ষেত্রেই তা এক জেলার থেকে চুরি করে অন্য জেলায় নিয়ে চলে যায় চোরের দল। এরকমই এবার এক বাইক চুরির চক্রের হদিস পেয়ে সেই চুরি যাওয়া বাইক সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এবার তারা চুরি যাওয়া বাইক উদ্ধার করে পেল বড়সড় সাফল্য। কয়লাঞ্চল শিল্পাঞ্চলে বাইক চুরির ঘটনার খবর প্রায়শই লক্ষ্য করে এলাকাবাসী । আর বহু ক্ষেত্রেই এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকে ঝাড়খন্ডের, জামতড়া গাং এর সদস্যরা । আর এই বাইক চুরি চক্রের দুষ্কৃতীরা বহুবার পুলিশের জালে ধরাও পড়ে। তবে এই চুরি চক্রের মূল পান্ডা কে তা নিয়ে ধন্দে থাকে পুলিশ । তবে এবার পাণ্ডবেশ্বর থানার পুলিশের জালে ধরা পড়ল সেই দলের দুই দুষ্কৃতী।
ভোটের মুখে আবার পাণ্ডবেশ্বর থানার পুলিশের এই সাফল্যের স্বভাবতই খুশি পুলিশ মহল। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত কয়েকদিন আগেই গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার বিশেষ নজরদারি দল অভিযান চালায় বীরভূম জেলার কাঁকর তলা থানার শেখ ইসমাইল ও ঝাড়খণ্ডের জামতড়ার নলা থানার শেখ রহিমের বাড়িতে। তাদের দুজেনের বাড়ীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি চুরির বাইক। পরে তাদের দুজনকেই চুরির অপরাধে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পূর্বেই পুলিশ ধৃতদের এক দফায় নিজেদের হেফাজতে নিয়ে পাই একটি চোরাই বাইকের সন্ধান, এবার তাদের পুনরায় জিজ্ঞাসা করে তারা আরো বেশ কিছু চুরির সঙ্গে যুক্ত থাকার তথ্য পেয়ে, তারা আর কোন চুরির সঙ্গে যুক্ত রয়েছে কিনা, সে বিষয়ে জানার জন্য ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে, ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের অনুমোদন পান।
- আসানসোলে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর উপস্থিতিতে ” সদস্যতা অভিযান “, নারীদের নিরাপত্তা নিয়ে সরকারকে আক্রমণ
- আসানসোল গ্রাম ক্রিকেট কমিটির উদ্যোগে শুরু গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট
- স্বর্গীয় মানিক উপাধ্যায়ের স্মৃতিতে বিভিন্ন অনুষ্ঠান
- আসানসোলে জাতীয় সড়কে উলটানো চারচাকা গাড়ি, অল্পের জন্যে রক্ষা চালক ও যাত্রীর
- ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক, খুনের অভিযোগে দেহ আটকে বিক্ষোভ পরিবারের,