ASANSOL

আসানসোলে কোলিয়ারি মজদুর কংগ্রেসের অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক, মৃত দুই কর্মীর পরিবারকে আর্থিক সহায়তার চেক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের সিএমপিডিআই অফিস হলে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোলিয়ারি মজদুর কংগ্রেসের উদ্যোগে হওয়া এই অনুষ্ঠানে করোনার সময় মারা যাওয়া সিএমসিএইচএমএসের সাথে যুক্ত চুক্তিভিত্তিক কর্মী প্রয়াত মহঃ নুরুদ্দিন এবং সুনীল হাঁসদার পরিবারকে সহায়তার চেক দেওয়া হয়। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয ঘটক , আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, শিবকান্ত পান্ডে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি বিষ্ণু দেব নুনিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।


এই অনুষ্ঠানে মহঃ নুরুদ্দিনের পরিবারকে ১৫ লক্ষ টাকা ও সুনীল হাঁসদার পরিবারকে ১ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে।এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, এখন আমরা দেশে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের সমস্ত সম্পদ বিক্রি করতে নেমেছেন। ভারতের আগের প্রধানমন্ত্রী দেশকে কিছু না কিছু দিয়েছেন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী দেশের জাতীয় সম্পদ বিক্রি করছেন। আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোলের জনগণকে কেন্দ্র সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে।

সংগঠনের সম্পাদক জিতেন্দ্র কুমার সিং জানান, আমাদের সংগঠনের সদস্য মহঃ নুরুদ্দিন মারা গেছিলেন করোনার সময়। তারপর থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পেতে তার পরিবারের দেরী হচ্ছিলো । সিএমসিএইচএমএস তার পরিবারের জন্য দীর্ঘ লড়াই করেছে। আজ তার পরিবারকে ১৫ লক্ষ টাকার চেক দেওয়া হলো। অন্যদিকে সুনীল হাঁসদা একজন ঠিকা কর্মী ছিলেন। তিনিও আকস্মিকভাবে মারা যান।তার পরিবারকেও সহায়তা হিসেবে ১০ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে তার পরিবারকে আরও সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *