চা চক্রে বস্তিবাসীদের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভোট প্রচারে বেরিয়ে সোমবার দুর্গাপুরের পলাশডিহা এলাকায় চা চক্রে অংশ নেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উল্লেখ্য পলাশডিহা এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপির সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে। সেখানে দীর্ঘ কয়েক মাস ধরে থাকা বস্তি উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা কতৃপক্ষ। তাদের তরফে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে। এরপরে বস্তির বাসিন্দারা এর প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন।




ভোট প্রচারে জনসংযোগে এদিন চা চক্রে যোগ দিতে এসে দিলীপ ঘোষকে এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। শুনতে হয় বস্তি উচ্ছেদ নিয়ে তাদের ক্ষোভের কথাও। এলাকার মহিলারা যে বস্তি উচ্ছদের বিরোধীতা করছেন, তা এদিন কেন্দ্রের শাসক দলের সাংসদকে ভালো করে বুঝিয়ে দেন। পাল্টা জবাব দেন দিলীপ ঘোষও। এই সময় দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ এলাকার বিজেপির নেতা ও কর্মী। তারা বিক্ষোভকারীদের কোন মতে শান্ত করে পরিস্থিতি সামাল দেন। কয়েক মিনিটের জন্য হলেও, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
- দুর্গাপুরে জাতীয় সড়কে উল্টালো হাইড্রোক্লোরিক এ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, চাঞ্চল্য
- Asansol बीजेपी ने विधानसभा प्रभारियों की घोषणा की
- Asansol : मल्टीलेवल पार्किंग, फ्लाईओवर की मांग, डीएम को पत्र
- বার্নপুরের দোকানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা নকল টাটা নুন ধরতে অভিযান
- লছিপুর মা শীতলা মন্দিরে ডন্ডি কেঁটে পুজো দিতে ভক্তের ভিড়