আবহাওয়া খারাপ, দূর্গাপুর থেকে সড়কপথে পুরুলিয়ায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলায় পূর্বাভাস মতো রবিবার ভোরবেলা থেকে মেঘলা আকাশ। হালকা বৃষ্টিও হয়। বলতে গেলে আবহাওয়া বেশ খারাপ। সূর্যের দেখা মেলেনি। তাই খারাপ আবহাওয়ার কারণে আকাশ পথে হেলিকপ্টার ছেড়ে সড়ক পথেই নির্বাচনী প্রচারের জন্য রবিবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমুল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ।
দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেল থেকে রবিবার বেলা পৌনে বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথ ধরেই পুরুলিয়ায় দিকে রওনা দেন। দূর্গাপুরে মুখ্যমন্ত্রী যাওয়ার পথে রাস্তার দুধারে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদেরকে স্লোগান দিতে দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দেখে গাড়ি থেকে হাত নাড়েন।
এদিন সেখানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ জেলা তৃণমূল নেতৃত্বরা।
এই প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পুরুলিয়ায় জনসভা শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দুর্গাপুরেই ফিরে আসবেন। সোমবার দুর্গাপুর থেকেই বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরো বলেন, এখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিলো। মুখ্যমন্ত্রী যাতে হেলিকপ্টারে পুরুলিয়া যেতে পারেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়েছে।
প্রসঙ্গতঃ, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশপথে উত্তরবঙ্গ থেকে দূর্গাপুরে আসেন।