ASANSOL

আসানসোলে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ৮৪ তম প্রতিষ্ঠা দিবস পালন, ওয়ার্ল্ড হেলথ ডে উদযাপন

বেঙ্গল মিরর, আসানসোল,সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের সেনরালে রোডের  আইএমএ বা ইন্ডিয়ান মেডিক্যাল এ্যাসোসিয়েশনের ( IMA ) কার্যালয়ের অডিটোরিয়ামে উদযাপিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে ( World Health Day ) । একইসঙ্গে
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ৮৪ তম প্রতিষ্ঠা দিবস ( IMA Foundation Day ) উপলক্ষে কনফারেন্সের আয়োজন করা হয়েছিলো। ৬ এবং ৭  এপ্রিল এই দুদিন সেই কনফারেন্স হয়। এই কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায় ও ভাইস প্রেসিডেন্ট ডাঃ সুশান্ত রায়। এর পাশাপাশি উপস্থিত ছিলেন আইএমএ আসানসোল শাখার প্রধান পৃষ্ঠপোষক ড: পি.সি.মাজি
,সাংগঠনিক সভাপতি ডাঃ এ. পান , সংগঠন সম্পাদক ডাঃ রুহুল আমিন, কোষাধ্যক্ষ ডাঃ সত্রজিৎ রায় ও কলকাতা ও বাইরের রাজ্যের থেকে আসা প্রখ্যাত চিকিৎসকরা।


কনফারেন্সের প্রথম দিন  ৬  এপ্রিল অর্থাৎ শনিবার বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের কর্ণধার ডাঃ অরুণাংশু গাঙ্গুলি, ডাঃ সৌভিক কাঞ্জিলাল, ডাঃ
কল্যাণ ব্যানার্জি,ডাঃ ধর্মেন্দ্র কুমার রায় , ডাঃ অভিরূপ সরকার, ডাঃ
দেবদীপ মন্ডল, ডাঃ দেবাশীষ সাহু, ডাঃ সুমন সরকার সৈকত বসু, ডাঃ তথাগত মুখার্জি,ডাঃ সুব্রত ভট্টাচার্য (সিনিয়র), ডাঃ পার্থ ব্যানার্জি ,ডাঃ রত্নপ্রভ মাজি, ডাঃ মানস ব্যানার্জি, ডাঃ এন কে দত্ত,ডাঃ সিদ্ধার্থ ব্যানার্জি, ডাঃ অভিজিৎ বিশ্বাস প্রমুখ।



৭ এপ্রিল রবিবার দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন কলকাতার অ্যাপোলো হাসপাতালের রিউম্যাটোলজিস্ট ডাঃ পার্থজিৎ দাস, মিশন হাসপাতালের ডাঃ রাহুল বোস, ডাঃ অমিত গুপ্ত, ডাঃ পি.এস.গুপ্ত, ডাঃ গৌতম মন্ডল, ডাঃ বিপ্লব দাশগুপ্ত, ডাঃ সমীরণ দে, ডাঃ মানস ব্যানার্জি,ডাঃ নীলাঞ্জন চ্যাটার্জী,ডাঃ এম সামন্ত রায়,ডাঃ সুব্রত ভট্টাচার্য( জুনিয়র), ডাঃ নির্ঝর মাজি, ডাঃ সত্রজিৎ রায়,ডাঃ জয়ন্ত কুমার খাঁ, ডাঃ দেবার্ঘ ধুয়া, ডাঃ সিদ্ধার্থ ব্যানার্জি,ডাঃ সুপ্রিয় মাইতি, ডাঃ রাকেশ সিং,ডাঃ অভিষেক মন্ডল,ডাঃ রাহুল কাঞ্জিলাল, ডাঃ জসী আনন্দ কারকেটা, ডাঃ
উর্মি সান্যাল প্রমুখ।এছাড়া দুদিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দুটি বিশেষ বিষয়ে বক্তব্য রাখেন ড: সত্রজিৎ রায়, ডাঃ নির্ঝর মাঝি।

দুই দিনের অনুষ্ঠানে ক্রিটিক্যাল কেয়ারের ওপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এছাড়া ইরেকটাইল ডিসফাংশন ইন ডাইবেটিস, রিসেন্ট অ্যাডভান্সমেন্ট ইন কার্ডিয়াক সার্জারি, এন্টি কোয়াগুলেশন ইন ক্লিনিকাল প্রাকটিস, সিটিইভি, ম্যানেজমেন্ট অফ অ্যাডভান্সড ওরাল ক্যান্সার, অ্যাপ্রচ টু হেডেক, ওরাল এন্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারি, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, ওভারভিউ অফ মডার্ন ইউরোলজি প্রভৃতি বিষয়ের ওপর আলোচনা করা হয়। ৬ এপ্রিল কনফারেন্সের প্রথম দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বীণাপাণি মিউজিক্যাল গ্রুপের সাংস্কৃতিক অনুষ্ঠান মন কেড়ে নেন উপস্থিত সমস্ত চিকিৎসক এবং অতিথিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *