আসানসোলে গরু চুরি করে পালাতে গিয়ে দূর্ঘটনা, দাবি, পিকআপ ভ্যানের কেবিন থেকে চালকের রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পিকআপ ভ্যানের ভেতর থেকে চালকের রক্তাক্ত দেহ উদ্ধার হলো। রবিবার ভোররাতের এই ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া এলাকায়। সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত চালকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে। এদিন মৃতদেহর ময়নাতদন্ত হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার রাতে আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিলো। যে কারণে মধ্যরাত পর্যন্ত এলাকার বাসিন্দারা বাইরে ছিলেন। রাত দুটো নাগাদ এলাকার কয়েকজন বাসিন্দা দেখেন যে, আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ের দিক থেকে একটি পিকআপ ভ্যান আসছে। তাতে চালক ছাড়াও আরো তিন যুবক রয়েছে। এই পিকআপ ভ্যানে করে গরু চুরি করে ঐ যুবকেরা পালাচ্ছে, এই সন্দেহে এলাকার বাসিন্দারা ঐ পিকআপ ভ্যানের পেছনে ধাওয়া করেন। সেই তাড়ায় চালক গাড়ি পালাতে চেষ্টা করে। কিন্তু যে রাস্তা দিয়ে যাওয়ার কথা, সেই রাস্তা চালক ভুল করে। এরফলে যে রাস্তা বন্ধ সেই রাস্তা দিয়ে পালাতে দিয়ে পিকআপটি দেওয়ালে ধাক্কা মারে। সেই ধাক্কায় পিকআপ ভ্যানের সামনের কাঁচ ভেঙ্গে যায়। এলাকার বাসিন্দারা সেখানে আসার আগেই পিকআপ ভ্যানের তিন আরোহী পালিয়ে যায়। দেখা যায়, চালক কেবিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে রাত তিনটে নাগাদ আসানসোল উত্তর থানা ও কন্যাপুর ফাঁড়ির পুলিশ এলাকায় আসে। ভোর চারটে নাগাদ চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালের নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
মৃত চালকের মুখে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। একইসঙ্গে গোটা মুখে রক্ত জমাটও বেঁধে আছে।
এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, আমি এলাকার বাসিন্দাদের সূত্রে জানতে পেরেছি যে ঐ পিকআপ ভ্যানে করে গরু চুরি করে বেশ কয়েকজন পালাচ্ছিলো। এই সন্দেহে এলাকার বাসিন্দারা ঐ গাড়িকে ধাওয়া করেন। তাতে চালক ভুল রাস্তায় চলে গেলে গাড়িটি দূর্ঘটনায় পড়ে। পরে পুলিশ খবর পেয়ে এসে কেবিন থেকে চালকের মৃতদেহ উদ্ধার করে। গোটা বিষয়টি পুলিশকে তদন্ত করে দেখতে বলা হয়েছে।
অন্যদিকে পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঠিক কি ঘটনা এখনো পরিষ্কার নয়। তবে এলাকা সূত্রে জানা গেছে, ঐ পিকআপ ভ্যানে গরু চুরি করে বেশ তিনজন যুবক পালাচ্ছিলো। যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সে চালক। তাকে স্টিয়ারিংয়ের সামনে পাওয়া গেছে। রবিবার বিকেল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায় নি। তার বাড়ির ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। কারা ঐ পিকআপ ভ্যানে ছিলো, তাও খতিয়ে দেখা হচ্ছে।