ভোটের মুখে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল : ভোটের মুখে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র , এবার ট্রাফিক কলোনিতে মিলল অস্ত্র। যা ভাবিয়ে তুলছে প্রশাসনকে। ইদানিং খনি অঞ্চলের বিভিন্ন অংশে দুষ্কৃতী সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায়। কয়েক দিনের মধ্যেই রয়েছে লোকসভা নির্বাচন আর তার আগেই বারংবার এই অস্ত্র উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়। এই সময় যখন লোকসভা ভোটের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি , তখনই একের পর এক এই অস্ত্র উদ্ধার ভাবিয়ে তুলছে সকলকে। আর সেই সকল রোখার লক্ষ্যে ভোটের যেকোনো রূপ অপ্রীতিকর ঘটনা রুখতে, তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের, পুলিশ। তারা বিভিন্ন স্থানে নাকা চেকিং করে, টহল দিয়ে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের সঙ্গে নিয়ে তৎপর রয়েছেন।
ঘটনা প্রসঙ্গে জানা যায় রবিবার রাত্রি দশটা নাগাদ অন্ডাল পুলিশ গোপন সূত্রে খবর পায়, অন্ডাল ট্রাফিক কলোনি এলাকায়, এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। সেই খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ট্রাফিক কলোনীর কুয়া গলির সামনে গ্রেপ্তার করে রাকেশ কুমার শর্মা নামের এক বছর ৩৯ এর ব্যক্তিকে। প্রশাসন সূত্রে দাবি, তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও দু রাউন্ড তাজা কার্তুজ সঙ্গে ছিল একটি মোটর বাইক। রাত্রি দশটা পর, ওই ব্যক্তিকে আটক করে, এই সকল আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, তাকে গ্রেপ্তার করে অন্ডাল থানার পুলিশ। সোমবার সকালে ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। আগামীতে ধৃত ব্যক্তি কোথা থেকে কি কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল ও তা সে কি কারণেই সেখানে নিয়ে আসে। এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগামীতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আর্জি জানালে বিচারক ধৃতকে পুলিশি হেফাজতে দেওয়ার নির্দেশ দেন।