আসানসোল থেকে ভূমিপুত্র এসএস আহলুওয়ালিয়া বিজেপি প্রার্থী
বেঙ্গল মিরর, আসানসোল,সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়:ব্রেকিং : আসানসোল থেকে ভূমিপুত্র এসএস আহলুওয়ালিয়া প্রার্থী। ভারতীয় জনতা পার্টি আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তাদের প্রার্থী ঘোষণা করেছে।আসানসোলের দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়াকে প্রার্থী করা হয়েছে। তিনি জানিয়েছেন আগামীকালই তিনি আসানসোলে আসছেন।বেঙ্গল মিররে প্রথম প্রকাশিত হয়েছিল যে আহলুওয়ালিয়া প্রার্থী হতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া এর আগে দুবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালে দার্জিলিং থেকে এবং ২০১৯ সালে বর্ধমান দুর্গাপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিজেপি তাকে টানা তৃতীয়বারের মতো প্রার্থী করেছে। তিনি তার জন্মস্থান আসানসোল থেকে টিকিট পেয়েছেন। তার শৈশব থেকে যৌবনের অনেকটা সময় আসানসোলের জে কে নগরে কেটেছে । আসানসোলের জহরমল জালান স্কুলের প্রাক্তন ছাত্র তিনি। পাশাপাশি আসানসোলেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।