রামনবমী উদযাপন নিয়ে সতর্ক আসানসোল পুলিশ, বৈঠকে আলোচনা, জারি নির্দেশিকা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় : রামনবমী উদযাপন নিয়ে সতর্ক আসানসোল পুলিশ প্রশাসন। আসানসোল দক্ষিণ থানার তরফে শুক্রবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের আলোচনা হলে আসানসোলের বিভিন্ন আখড়া এবং রাম নবমী শোভাযাত্রার জন্য রাম নবমী আয়োজক কমিটিকে নিয়ে একটি বৈঠক হয়। এই বৈঠকে রামনবমী উপলক্ষে মিছিল বার করার রুট ও সময় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশিকাও পুলিশ প্রশাসনের তরফে দেওয়া হয়েছে। বৈঠকে
আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ বা আইসি কৌশিক কুন্ডু পুলিশ প্রশাসনের নির্দেশিকা অনুসরণ করে নির্দেশ জারির কথা বলেন।
সেই নির্দেশিকায় বলা হয়েছে, রাম নবমীর সময় কোন অস্ত্র ব্যবহার করা হবে না। শিশুদেরও এইসব কিছু থেকে দূরে রাখতে হবে। নিষিদ্ধ অস্ত্রের সঙ্গে কেউ বেরোলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিজে নিষিদ্ধ থাকবে। কেউ যাতে নিষিদ্ধ গান না বাজায় সেদিকে নজর রাখতে প্রতিটি কমিটি কাউকে দায়িত্ব দেবে। রামনবমীর পূজো ও শোভাযাত্রায় কোন প্রকার নেশাজাতীয় দ্রব্য খাওয়া যাবে না।
পুলিশ প্রশাসনের তরফে আরো বলা হয়েছে, আপত্তিকর ভিডিও শেয়ার করবেন না বা গুজবে কান দেবেন না।
এই বৈঠকে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ছাড়াও আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব সাহা, এডিসিপি ( ট্রাফিক) প্রদীপ মণ্ডল, দুই এসিপি বিশ্বজিৎ নস্কর ( সেন্ট্রাল) আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড ওসি চিন্ময় মন্ডল, আসানসোল চেম্বার অফ কমার্সের নরেশ আগরওয়াল, আনন্দ পারিক, অভিষেক কেদিয়া, সুদীপ আগরওয়াল, শাকিল আহমেদ, প্রাক্তন কাউন্সিলর সইফুদ্দিন আনসারি প্রমুখ উপস্থিত ছিলেন।