বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে ভর্তি। আসানসোলের বাসিন্দা রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্দেশখালীতে বাংলা নববর্ষ উপলক্ষে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল, যাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছিলেন, সেখানে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ও অংশ নিয়েছিলেন, এই সময় তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয় এবং সেখান থেকে তাকে অবিলম্বে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে । বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
- খনির নিচে বেল্টে জড়িয়ে শ্রমিকের মৃত্যু, বিক্ষোভ
- आसनसोल में रविंद्र चर्चा संस्था के नए कार्यालय का उद्घाटन
- দক্ষিণবঙ্গে এই প্রথম বিশেষ সমীক্ষায় ডুগডুগি পাখির সন্ধান মিলল, চিত্তরঞ্জন এর জলাশয় বিদেশি পাখির সংখ্যা কমছে
- Indian Bank ने नीलाम संपत्ति को किया हैंडओवर
- Asansol : गुलाम सरवर को श्रद्धांजलि, शोक स्वरूप छुट्टी