বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে ভর্তি। আসানসোলের বাসিন্দা রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।




সন্দেশখালীতে বাংলা নববর্ষ উপলক্ষে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল, যাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছিলেন, সেখানে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ও অংশ নিয়েছিলেন, এই সময় তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয় এবং সেখান থেকে তাকে অবিলম্বে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে । বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
- ACCI कैंप में रिकॉर्ड 26 लाख कलेक्शन, 1 दिन बढ़ाया गया
- কিশোরী খুনের ঘটনা, নমুনা সংগ্রহ পুলিশ কমিশনারেটের ফরেনসিক দলের
- Raniganj 205 एकड़ जमीन पर इंडस्ट्रियल पार्क की मंजूरी से विकास को मिलेगा बढ़ावा, सीएम को धन्यवाद: झा
- ধৃত মুল অভিযুক্তকে নিয়ে ঘটনার ” পুনর্নির্মাণ ” করলো পুলিশ
- Asansol: SBFCI नवरत्न अवार्ड समारोह 23 अगस्त को, भव्य कर्टेन रेजर