ASANSOL

জলের অপচয় না করার বার্তা মেয়রের, বোর্ড বৈঠকে আলোচনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ প্রতি মাসের মতো বুধবার চলতি এপ্রিল মাসের আসানসোল পুরনিগমের কাউন্সিলারদের  মাসিক বোর্ড বৈঠক হয়। পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে এই বৈঠক হয়।  আসানসোল মেয়র বিধান উপাধ্যায়, একাধিক মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে।



পরে বিধান উপাধ্যায় বলেন, এই বছরে প্রচণ্ড গরমে পানীয়জলের সংকট বিভিন্ন ওয়ার্ডে দেখা দিয়েছে। বলতে গেলে সব কাউন্সিলারই এই বিষয়টি বোর্ড বৈঠকে তুলেছেন। তার সঙ্গে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পাম্পের সাহায্যে সরাসরি পাইপলাইন থেকে পানীয়জল টেনে নিয়ে, তা দিয়ে গাড়ি ধোঁয়া হচ্ছে। পানীয়জল অপচয় করা হচ্ছে। এইসব বিষয় দেখার জন্য বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পুরনিগমের তরফে পানীয়জলের সংকট ও সমস্যা সমাধান প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *