ট্রাক চালকের পঁচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) কয়লা খনির, কয়লা পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাকে, ট্রাক চালকের পঁচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুনুস্তরিয়া এরিয়ার, বাঁশড়া খোলা মুখ খনি সংলগ্ন এলাকায়। বুধবার সকালে স্থানীয় এলাকার বেশ কিছু মানুষজন সেই রাস্তা দিয়ে চলাচলের সময় কটু গন্ধ পেয়ে আশেপাশের অন্য সকল মানুষ জনেদের ও পাড়া-প্রতিবেশীদের জানালে তারা পুলিশ প্রশাসনে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিনের মধ্যে থাকা গাড়ির চালক তথা ওই গাড়ির মালিক বছর ৫৪ বিহারের শেখপুরা জেলার বেল কুণ্ডী গ্রামের বাসিন্দা শৈলেন্দ্র প্রসাদের দেহ উদ্ধার করে।
স্থানীয় এলাকার মানুষজন ও আশেপাশে অংশে থাকা অন্য সকল গাড়ির চালকদের দাবি সম্ভবত প্রচন্ড গরমে অসুস্থ হয়ে ওই চালকের মৃত্যু হয়েছে, তবে তারা এও দাবি করে এই মৃত্যুর ঘটনার তদন্তের পরই সঠিক তথ্য উঠে আসবে। এদিনের এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছন বাঁশড়া গ্রামের গ্রাম প্রধান সঞ্জয় হেমব্রম , তিনিও এই উদ্ধারের বিষয় লক্ষ্য করে কেন কিভাবে একজন চালক এতদিন ধরে গাড়ির মধ্যে আটকে রইল ও কেউ তাকে দেখতে পেল না সে বিষয়েই প্রশ্ন করেন। জানা গাছের স্থানীয় অংশে কয়লা পরিবহনের জন্য বহুদূরান্ত থেকে যানবাহন এখানে এসে কয়লা নেওয়ার জন্য হাজির হয়, তবে কয়লা মজুদ কম থাকলে অনেক সময়ই বহু যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হয় কয়লা সংগ্রহের জন্য সেরকমই একটি ট্রাক সেখানে চার পাঁচ দিন ধরেই দাঁড়িয়ে ছিল বলেই অনুমান করছেন সকলে আর তারই মধ্যে ওই ট্রাকের চালক আটকে পড়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলেও মনে করছেন অনেকে।
অনেকেই আবার দাবী করেছেন এই প্রচন্ড গরমে সানস্ট্রো কিংবা সেরূপ কোন কারনে ওই গাড়ির চালকের মৃত্যু হতে পারে তবে সবটাই তদন্তের বিষয় বলেই জানায় তারা। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে দেহটিকে উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। একই সাথে ওই ট্রাক টিকে আটক করে নানান নমুনা সংগ্রহ করছে পুলিশ। এখন দেখান ময়নাতদন্তের পর মৃত্যুর কি কারণ উঠে আসে।
- দূর্গাপুরে ভিন জেলা থেকে চুরি যাওয়া ৫৪ লাখ টাকার সামগ্রী সহ ট্রাক উদ্ধার, গ্রেফতার তিন
- রানিগঞ্জে চেম্বার থেকে চিকিৎসকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার
- Indian Bank का एसेट फेयर दुर्गापुर पीयरलेस होटल में 10 को, एंट्री फ्री
- West Bengal : सरकारी कार्यालयों में प्रीपेड मीटर लगाने का निर्णय
- নির্মাণের এক মাস পরেই বেহাল রাস্তায় দীর্ঘক্ষণ অবরোধ