ASANSOL

শনিবার আসানসোল ও কুলটিতে দুটি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়য়ের

বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল লোকসভা কেন্দ্রের দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার প্রচারে শনিবার আসানসোলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কুলটি ও আসানসোলে সকাল ও দুপুরে দুটি জনসভা করবেন।       এদিন সকাল এগারোটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা হবে আসানসোল পুরনিগমের ৬০ নং ওয়ার্ডের কুলটির কিশোর সংঘের মাঠে। দুপুর দুটো থেকে আসানসোলের জিটি রোডের উষাগ্রাম বয়েজ স্কুল মাঠে রয়েছে, তার দ্বিতীয় সভা।

ইতিমধ্যেই বেশ কয়েক দফায় দুটি সভাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। পুলিশ আধিকারিকরা দুটি সভাস্থল পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা নিয়েছেন।


শুক্রবার দুটি জায়গায় গিয়ে দেখা গেলো তৃনমুল কংগ্রেসের নেতাদের তদারকিতে মঞ্চ বাঁধা সহ অন্যান্য ব্যবস্থা একেবারে শেষ মুহূর্তে চলছে।
জানা গেছে, দুটি সভাস্থলের কাছেই মুখ্যমন্ত্রীর চপার নামার জন্য দুটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। কুলটিতে সাড়ে এগারোটার পরে মুখ্যমন্ত্রী পৌঁছাবেন। সেখানকার সভা শেষ করে চপারে মুখ্যমন্ত্রী আসানসোলে আসবেন। আসানসোলের সভায় তার দুপুর আড়াইটে নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।


তবে টানা কয়েকদিনের অসহ্য গরম ও ৪০/৪২ ডিগ্রির তাপমাত্রা শাসক দলের নেতাদেরকে চিন্তায় ফেলেছে। সেই কারণে দুটি সভাস্থলেই পর্যাপ্ত পরিমাণে জলের পাউচ ও চিকিৎসক সহ এ্যাম্বুলেন্স রাখা হচ্ছে। স্থানীয় নেতাদেরকে সভায় আসা মানুষদের যাতে কোন রকম সমস্যা না হয়, তা দেখার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *