সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তুললেন সন্দেহখালি নিয়ে প্রশ্ন
বেঙ্গল মিরর, কুলটি, দেব ভট্টাচার্য, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ কুলটি, ২৭ এপ্রিলঃ তৃনমুল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলটির নিয়ামতপুর এলাকার কিশোর সংঘ ময়দানে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে একটি সভা করেন। এই সভায় পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বড় তৃনমুল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। এই সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেন। এছাড়াও ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু। স্ত্রী পুনম সিনহাকে নিয়ে ছিলেন তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
কুলটির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কড়া নিশানা করে বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার মনরেগা প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা পাওয়া থেকে বঞ্চিত করছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বারবার বলছেন তিনি বিনামূল্যে রেশন দিচ্ছেন। অথচ সত্যি কথা হল গত দুই বছরে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দেওয়ার জন্য তার ভাগ দেয়নি। পশ্চিমবঙ্গের মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার পুরো খরচ বহন করছে রাজয় সরকার। সাধারণ মানুষের সব প্রয়োজনীয় ওষুধ আজ ব্যয়বহুল হয়ে উঠেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তা নিয়ে উদ্বিগ্ন নয়। মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের লোকেদের কর্মসংস্থান দিতে সক্ষম নন। কিন্তু তিনি বাংলার ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি খেয়েছেন। রাজ্য সরকার তা করতে দেবেনা। প্রশাসন এটা হতে দেবে না। যারা তাদের চাকরি হারিয়েছে, তাদের সঙ্গে সরকার আছে ও থাকবে।
মুখ্যমন্ত্রী কুলটির সভা থেকে সরাসরি বলেন, নরেন্দ্র মোদি সরকার প্রতিটি বিষয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। গতকাল সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার করা হলেও শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় সংস্থাগুলিই তা জানে । গতকাল যে অস্ত্রগুলো পাওয়া গেছে, সেগুলো সেখানে নিয়ে যাওয়া হয়েছে কিনা কে বলতে পারে। তিনি বলেন, এখানে একটি ছোট ঘটনা ঘটলেই বলা হচ্ছে বাংলায় যুদ্ধ বেঁধে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মাধ্যমে বাংলাকে জয় করা যাবে না। বাংলার মানুষ নির্বাচনে বিজেপিকে গণতান্ত্রিক ভাবে জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, যদি আমরা পরিসংখ্যান দেখি, উন্নয়ন ইস্যুতে বাংলার পরিসংখ্যান তার শাসন কালে ভারতের পরিসংখ্যানের চেয়ে অনেক ভালো। তিনি সাফ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে বড় মিথ্যা কথা বলতে তিনি কাউকে দেখেননি। বিজেপির মতো বিবৃতি দেওয়া দল এমন কোনো দলও দেখিনি। তিনি জনসভায় আসা জনগণকে অনুরোধ করেন, যদি বাংলার উন্নয়ন হয়ে থাকে ও তা চালু ও বজায় রাখতে হলে আসন্ন লোকসভা নির্বাচনে শুধুমাত্র তৃনমুল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিতে হবে। চোর বিজেপিকে বয়কট করুন।