চপারে উঠে হোঁচট খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে আবারও বিপত্তি। শনিবার দুপুরে দূর্গাপুরে অস্থায়ী হেলিপ্যাডে চপারে উঠেই হোঁচট খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি সুস্থ আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পরে ঐ চপারে ১.৫০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী কুলটিতে পৌঁছান।
জানা গেছে, দুর্গাপুরের সিটি সেন্টারে হোটেল থেকে দুপুর ১.১৫ মিনিট নাগাদ বেরিয়ে গাড়িতে করে গান্ধী মোড়ে ডিএমসি ময়দানের অস্থায়ী হেলিপ্যাডে আসেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে থাকা চপারে ওঠার পরে চপারের ভেতরে মুখ্যমন্ত্রী হোঁচট খেয়ে পড়ে যান। সেই ছবি ধরা পড়ে ক্যামেরায়। কিন্তু মুখ্যমন্ত্রী তারপরেই রওনা দেন আসানসোলের কুলটির উদ্দেশ্যে।
বিগত বেশ কয়েকদিন ধরেই একটানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবদাহের মধ্যেই রাজ্যের জেলায় জেলায় নির্বাচনী জনসভা করছেন। রাজ্যে দুটি দফা নির্বাচন সবে মাত্র শেষ হয়েছে। গত কয়েকদিন আগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গলসি বিধানসভার অন্তর্ভুক্ত বুদবুদে প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী নিজে বলেন, “”প্রচন্ড গরম। সবাই ভাবছে হেলিকপ্টারে করে উনি যাতায়াত করেন। কিন্তু হেলিকপ্টার এর ভেতরটা হিট চেম্বার হয়ে থাকছে। গরমে শরীরের সমস্ত জল শুকিয়ে যাচ্ছে।