সালানপুর ব্লকে মাধ্যমিকে সেরা তিন জনেই এথোরা শিরীষ চন্দ্র ইনস্টিটিউট স্কুলের ছাত্র
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রাজ্যজুড়ে প্রকাশিত হল মাধ্যমিক এর ফলাফল।যার ফলাফল ঘোষণা হবার পরেই ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল উদ্দীপনা ছিল দেখার মত । সালানপুর ব্লকের মধ্যে মাধ্যমিকে সেরা তিন জনের মধ্যে তিন জনেই এথোরা শিরীষ চন্দ্র ইনস্টিটিউট
স্কুলের ছাত্র ।যার মধ্যে ৬৬২ নম্বর পেয়ে সেরা স্থানে রয়েছে অয়ন হাজরা। দ্বিতীয় স্থানে রয়েছে জিৎ নন্দি যার প্রাপ্ত নম্বর ৬৪৬ , ও তৃতীয় স্থানে রয়েছে সুদীপ নন্দী তার প্রাপ্ত নম্বর ৬৩৭।
সালানপুর ব্লকের এথোরা গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার হাজরা এর পুত্র ।অয়ন এর
মোট প্রাপ্ত নম্বর ৬৬২ যার মধ্যে সমস্ত বিষয়ে তার প্রাপ্ত নম্বর বাংলা ৯৪ ,ইংরাজি ৯০,অঙ্ক ৯২ , ভৌতবিজ্ঞান ৯৫,জীবন বিজ্ঞান ৯৮ , ইতিহাস ৯৪, ভূগোল ৯৯ তার এই ফলাফলে বাড়ির পরিবার সহ এলাকা বাসী সকলেই খুশি ,স্থানীয় তৃণমূলের নেতা থেকেঅনেকেই বাড়িতে এসে কাকলিকে পুষ্প স্তবক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানাই।
তার এই ফলাফল নিয়ে অয়ন জানান তার এই সাফল্যের পেছনে পরিবারের মা ও বাবার সাথে সাথে স্কুল ও প্রাইভেট এর শিক্ষক দেরও অনেক অবদান রয়েছে ।
উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে ভর্তি হতে চায় সে।
তার বাবা স্থানীয় বিস্কুট কারখানায় কাজ করতেন । কারখানা বন্ধ হয়েছে, তার কাজও গেছে। এখন দিনমজুরি করেই সংসার চালান। তার বাবা প্রদীপ কুমার হাজরা বলেন, বিস্কুট কারখানার কাজ চলে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিলেন, কিন্তু তার ছেলেমেয়েরা লেখাপড়া শিখে মানুষ হোক এই ইচ্ছেকে তিনি মরতে দেননি। অয়নের মা গৃহবধূ রূপালি হাজরা বলেন কষ্ট করে হলেও লেখাপড়া চালিয়ে গেছে।
এক নজরে দেখে নেওয়া যাক সালনপুর এর কোন বিদ্যালয়ে কত নাম্বার পেয়েছে ছাত্র ছাত্রী
এবারে এক নজরে দেখে নেওয়া যাক সালনপুর এর কোন বিদ্যালয়ে কত নাম্বার পেয়েছে ছাত্র ছাত্রী
সবার প্রথমে এথোরা শিরীষ চন্দ্র ইনস্টিটিউট স্কুলের মোট পরীক্ষার্থী সংখ্যা ৭৮ পাশ করেছে ৪৬ জন তার মধ্যে
প্রথম অয়ন হাজরা (৬৬২)
দ্বিতীয় জিৎ নন্দি (৬৪৬) ,
তৃতীয় সুদীপ নন্দী ( ৬৩৭)
*আছরা যজ্ঞেশ্বর হাই স্কুলের* মোট পরীক্ষার্থী সংখ্যা ২৮২ পাশ করেছে ১৮৮ জন
প্রথম স্থানে সমীর মান্না (৬৩০)
দ্বিতীয় প্রীতম পাল (৫৬০)
তৃতীয় রোহিত কুম্ভকার(৫৪৫)
*আছড়া রায় বলরাম হায় স্কুলের* মোট পরীক্ষার্থী সংখ্যা ৩১৮ জন পাশ করেছে ১৪৫ জন এর মধ্যে
প্রথম
মধুমিতা মাজি (৬১২)
দ্বিতীয় পূজা গরাই (৫৬৮)
সোমা লায়েক (৫৬৬)
*চিত্তরঞ্জন মহিলা সমিতি বালিকা বিদ্যালয়*
মোট পরীক্ষার্থী সংখ্যা ১০৩ জন পাশ করেছে ৫৭ জন
প্রথম পায়েল মাজি (৫৩২)
দ্বিতীয় কেয়া মন্ডল (৫৩১)
তৃতীয় জয়শ্রী মন্ডল (৩৮৩)
*চিত্তরঞ্জন কাস্তুরবা গান্ধী হায় স্কুল* মোট পরীক্ষার্থী সংখ্যা ১৭৯ জন পাশ করেছে ১২৪ জন
প্রথম অমিত কুমার রায় (৫৩৬)
দ্বিতীয় রোহিত কুমার যাদব (৪৩১)
তৃতীয় শশীকান্ত কুমার (৩৮১)