ASANSOL

রানিগঞ্জের সৃজিকা চক্রবর্তী উচ্চ মাধ্যমিকে জেলার সেরা

১ নম্বরের জন্য মেধা তালিকায় স্থান পেলোনা পশ্চিম বর্ধমান

বেঙ্গল মিরর, আসানসোল ও রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায় ও চরণ মুখার্জিঃ*  ২০২৪ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও রাজ্যের সেরা ১০ র মেধা তালিকায় জায়গা পেলোনা পশ্চিম বর্ধমান জেলার পড়ুয়ারা । তবে এবারের উচ্চ মাধ্যমিক পশ্চিম বর্ধমান জেলা মাত্র ১ নম্বরের জন্য সেরা দশের মেধা তালিকাা থাকা থেকে বঞ্চিত হল। এবারে পশ্চিম বর্ধমান জেলার সাফল্যের হার ছিল ৮৩.৫৪ শতাংশ। সাফল্যের শতাংশের বিচারে পশ্চিম বর্ধমান জেলা বাংলার ২৩ টি জেলার মধ্যে ১৯ তম স্থানে আছে। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে উচ্চ মাধ্যমিকের বাংলার সেরা ১০ র মেধা তালিকায় মোট ৫৮ জন আছে। প্রথম হওয়া অভীক দাসের প্রাপ্ত নম্বর ৪৯৬। দশম হওয়া মোট ১৬ জনের প্রাপ্ত নম্বর ৪৮৭। এরপরেই আছে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের সৃজিকা চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৪৮৬ ( ৯৭.২%)।
এবার পশ্চিম বর্ধমান জেলা থেকে ৯৭৯২ জন ছেলে এবং ১২৫৭৯ জন মেয়ে সহ মোট ২২৩৭১ জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়। তার মধ্যে ৯৭২২ জন ছেলে এবং ১২৪৬৫ জন মেয়ে অর্থাৎ মোট ২২১৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদিন ফল প্রকাশিত হওয়ার পরে দেখা যায়,  ৮১৪১ জন ছেলে এবং ১০৩৯৫ জন মেয়ে সহ মোট ১৮৫৩৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।


পশ্চিম বর্ধমান জেলার সেরা ১০ জনের সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে।  তাতে মোট ১৬ জন আছে।  সেই তালিকা মতো রানিগঞ্জের গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের (এইচএস) সৃজিকা চক্রবর্তী ৯৭.২  শতাংশ অর্থাৎ ৪৮৬ নম্বর পেয়ে জেলার সেরা হয়েছেন। দুর্গাপুর তারকনাথ হাইস্কুলের অহনা মণ্ডল  ৪৮৩ (৯৬.৬%) নম্বর নিয়ে দ্বিতীয়, আসানসোলের সেন্ট জোসেফ হাইস্কুলের আশিস কুমার ৪৭৯ নম্বর পেয়ে তৃতীয়, আসানসোল ওল্ড স্টেশন হাইস্কুলের ইপসিতো কর্মকার ৪৭৮ নম্বর নিয়ে চতুর্থ, রানিগঞ্জ হাইস্কুলের অঙ্কুর মণ্ডল ৪৭৬ নম্বর পেয়ে পঞ্চম, বার্ণপুর রহমতনগর হাইস্কুলের মীর মুখতার ৪৭৫  নম্বর পেয়ে ষষ্ঠ, আসানসোল ওল্ড স্টেশন হাইস্কুলের অর্পিতা ভগত,  অন্ডাল হাইস্কুলের শ্রীপর্ণা পাল, বার্ণপুর শান্তিনগর বিদ্যামন্দিরের রিয়া শর্মা ও  কাঁকসার পিয়েরিগঞ্জ চারুচন্দ্র হাইস্কুলের স্নেহা সাহা ৪৭৩ যৌথভাবে সপ্তম, দুর্গাপুর বিধানচন্দ্রের শ্বেতার্ক বন্দোপাধ্যায় ও আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যান হাইস্কুলের  অনন্যা দাশগুপ্তা ৪৭১ নং পেয়ে  যুগ্ম অষ্টম, পান্ডবেশ্বর বৈদ্যনাথপুর উচ্চ বিদ্যালয়ের ইন্দ্র অধিকারী  ও দূর্গাপুর অঙ্গদপুর উচ্চ বিদ্যালয়ের নিবেদিতা দাঁ ৪৭০ নম্বর পেয়ে যুগ্ম নবম এবং চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় (ইংরেজি) পৌষালি মন্ডল ও রানিগঞ্জ গান্ধী মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ত্রৃষা কর ৪৬৯ নম্বর পেয়ে যুগ্মভাবে দশম হয়েছে।



এবারে উচ্চমাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য একাদশ, ও জেলায় সম্ভাব্য প্রথম স্থান দখল করা রানীগঞ্জের গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের সৃজিকা চক্রবর্তী বলেন, অনলাইনে জানতে পেরেছি ইংরেজিতে ৯৯ , বাংলায় ৯০ , সংস্কৃতে ১০০  ,ও রাষ্ট্রবিজ্ঞানে ৯৭ ভূগোলে ৯৫ ও দর্শনে ৯৫ নাম্বার পেয়েছি। তার স্বপ্ন  ইংরেজি ( সাহিত্য ) র অধ্যাপনা। রানিগঞ্জের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ছবি আঁকায় অষ্টম ও আবৃতিতে সপ্তম বর্ষ উত্তীর্ণ হয়েছে সে। তার শখ গান শোনা । গল্প পড়তে ভালো লাগে তার। সৃজিকাকে নিয়ে গর্বিত গান্ধী স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছবি দে সহ তার পাড়া-প্রতিবেশী ও সকল আত্মীয়-স্বজন ও সহপাঠীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *