আসানসোল লোকসভা কেন্দ্রে ৯৩০ টি স্পর্শকাতর বুথ, ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Latest News Today ) আজ আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন। সকাল সাতটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত ১১ ঘণ্টা ধরে ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৭ জন। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ভোটের দিন একটি কন্ট্রোল রুমের ব্যবস্থা রেখেছে। যার নম্বর ০৩৪১ ২২৫০ ৩২৪। আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় ১৯০১ টি বুথ আছে। তার মধ্যে ৯৩০ টি বুথকে এবার স্পর্শকাতর বা সেনসেটিভ হিসেবে চিহ্নিত হয়েছে। অতি স্পর্শকাতর ৩১৯ টি বুথ। আসানসোল লোকসভায় ১৭ লক্ষ ৭০ হাজার ২৮১ জন ভোটারদের জন্য কড়া ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আসানসোল লোকসভা কেন্দ্রের নিরাপত্তায় থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। তার সঙ্গে ৫৪৭২ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। অর্থাৎ সবমিলিয়ে প্রায় ১৪ হাজারের মতো বাহিনী থাকছে ১৯০১ টি বুথের জন্য। প্রতিটি বুথেই ওয়েব ক্যাস্টিংয়ের ব্যবস্থা রেখেছে কমিশন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আসানসোল লোকসভায় ১২ হাজার ৩৭২ জন ভোট কর্মী নিযুক্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ভোট কর্মী ৯৮৯২ জন। ২২৭৬ জন রিজার্ভে থাকছেন। এছাড়াও মহিলা ভোট কর্মী থাকছেন ৯৬ জন। রিজার্ভে থাকছেন আরও ৯৬ জন মহিলা ভোট কর্মী। বিশেষ ভাবে সক্ষম বা শারীরিকভাবে সক্ষম ভোট কর্মী থাকছেন ৪ জন, রিজার্ভে থাকছেন আরও ৮ জন।
প্রসঙ্গতঃ, পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার পাশাপাশি আছে, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দুই বিধায়সভা দুর্গাপুর পুর্ব ও দুর্গাপুর পশ্চিম । জেলায় সবমিলিয়ে ৯ টি বিধান সভার মোট ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ১০ হাজার ৯৬১ জন । পুরুষ ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭৭ হাজার ২০১ জন। মহিলা ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৩৩ হাজার ৭২০ জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪০ জন। গোটা জেলায় পোলিং স্টেশন রয়েছে ২৪৯৮ টি । ৮৫ বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা ৯১৭৬ । প্রতিবন্ধী ভোটার রয়েছে ১৪ হাজার ৪৭২ ভোটার । দুর্গাপুর পুর্বতে পোলিং ষ্টেশন রয়েছে ২৯১ দুর্গাপুর পশ্চিমে ভোট কেন্দ্র রয়েছে ৩০৬টি । দুর্গাপুর মহিলা ভোটার রয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ৮৮৩ জন এবং পুরুষ ভোটার রয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৭৯৫ জন। উত্তেজনাপুর্ণ ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে দুর্গাপুর দুটি বিধানসভায় রয়েছে ২৩৫ টি। পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে মোট ১১৬৫টি স্পর্শকাতর বুথ ।